Corona Second Wave: করোনা আক্রান্ত শ্বশুরকে পিঠে করে চিকিৎসার উদ্দেশে রওনা বউমার, মারণ ভাইরাসের কবলে তিনিও
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
কেউ বাড়িয়ে দিলনা সাহায্যের হাত, এমন এক মন ছুঁয়ে যাওয়ার ঘটনা বারেবারে প্রমাণ করে বউমা আসলে পরের মেয়ে নয়, তিনি ঘরের মেয়েই বটে
advertisement
1/4

করোনা আক্রান্ত শ্বশুরকে পিঠে করে হাসপাতালে চললেন যাতে শ্বশুর মহাশয়ের চিকিৎসা ঠিক সময়ে হয়ে থাকে ৷ ৭৫ বছর বয়সী থুলেশ্বর দাসের ছেলে সূরজ কর্ম সূত্রে বাইরে থাকেন ৷ মেয়ের অনুপস্থিতিতে বউমা নীহারিকা শ্বশুরের দেখাশোনা করে থাকেন নিয়ে থাকেন যত্নও ৷
advertisement
2/4
থুলেশ্বর দাস করোনা আক্রান্ত হওয়ার পরে চিকিৎসকেরা যখন পরীমর্শ দিয়েছেন হাসপাতালে ভর্তি হওয়ার, বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব রয়েছে কিছুটা ৷ করোনা আক্রান্ত শ্বশুরকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময়ে কারোর সাহায্য না পেয়ে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ৷ নীহারিকা নিজের পিঠে শ্বশুরকে বসিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছেন বউমা ৷ এরফলে নীহারিকাও করোনা আক্রান্ত হয়েছেন ৷
advertisement
3/4
ঘটনাটি ঘটেছে অসমে, স্থানীয় স্বাস্থ্য আধিকারিক যখন থুলেশ্বরকে জেলার কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা বাড়িতে থেকেই থুলেশ্বরের চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন ৷ শ্বশুরের দেখাশোনা করার সঙ্কল্পে দৃঢ় ছিলেন নীহারিকা ৷
advertisement
4/4
তবে নীহারিকার জেদের সামনে চিকিৎসকেরাও পরাজিত হন চিকিৎসকেরা তাঁকে নগাঁও ভোগেশ্বরী ফুকনানী সিভিল হাসপাতালের করোনা বিভাগে চিকিৎসার জন্য পাঠিয়েছেন ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Corona Second Wave: করোনা আক্রান্ত শ্বশুরকে পিঠে করে চিকিৎসার উদ্দেশে রওনা বউমার, মারণ ভাইরাসের কবলে তিনিও