করোনা যুদ্ধে এবার সামনের সারিতে শিখর ধাওয়ান, দান করলেন ‘এত’ টাকা, লাগবে এই কাজে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাস সংক্রমণে মানুষ ব্যতিব্যস্ত, প্রতি মুহূর্তে চলছে জীবন-মৃত্যুর লড়াই৷ এগিয়ে এলেন ভারতের বিস্ফোরক ওপেনার শিখর ধাওয়ান৷
advertisement
1/4

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ (Covid 19 Second wave)-র ধাক্কায় পুরো দেশ টালমাটাল৷ গোটা দেশ এখন যুদ্ধ লড়ছে৷ বিভিন্ন মানুষ নিজের নিজের মতো করে করোনার বিরুদ্ধে লড়াই করছে৷ ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান কিছুদিন আগে অক্সিজেন সিলিন্ডার এবং কনসেনট্রেটর কেনার জন্য একটি এনজিও কে ২০ লক্ষ টাকা দিয়েছেন৷ (Shikhar Dhawan/Instagram)
advertisement
2/4
ধাওয়ান লাগাতার সাহায্যের হাত বাড়িয়েই চলেছেন৷ তিনি গুরুগ্রাম পুলিশকে অক্সিজেন কনসেনট্রেটর ডোনেট করেছেন৷ ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মানুষের সাহায্য করার চেষ্টা করছেন৷ (Shikhar Dhawan/Instagram)
advertisement
3/4
গুরুগ্রাম পুলিশ ট্যুইট করে জানিয়েছেন অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ার বিষয়টি ট্যুইট করেছে৷
advertisement
4/4
ভারতের গব্বর সিং এই ট্যুইটকে রিট্যুইট করেছে৷ তিনি জানিয়েছেন সমাজের মানুষের যত বেশি সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ তাঁর দাবি ভারত এই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিতবে এবং আবার নিজের ঔজ্জ্বল্য ফিরে পাবে৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
করোনা যুদ্ধে এবার সামনের সারিতে শিখর ধাওয়ান, দান করলেন ‘এত’ টাকা, লাগবে এই কাজে