TRENDING:

Corona Indian Strain: বিশ্বের আরও ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় স্ট্রেন, বলছে WHO

Last Updated:
ভারতীয় এই কোরনার স্ট্রেনটি শুধু সেই দেশের মধ্যেই আর সীমাবদ্ধ নেই । বিশ্বের অন্তত ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে এটি ।
advertisement
1/5
বিশ্বের আরও ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় স্ট্রেন, বলছে WHO
• মারাত্মক অবস্থা চারিদিকে । করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের দেশের বুকে । এখন দেশ জুড়ে শুধুই হাহাকার, কষ্ট, যন্ত্রণা, আর্তনাদ, স্বজন হারানোর ব্যথা, একটু শ্বাসবায়ুর জন্য আর্তি । যেন চোখে দেখা যায় না এ দৃশ্য । হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত ভ্যাক্সিন নেই, অক্সিজেনের অভাবে ছটফট করছেন সাধারণ মানুষ । করোনার নতুন এই স্ট্রেনটি একেবারে দ্বিগুণ শক্তি সঞ্চয় করে ফিরে এসেছে । ড্রবল, ট্রিপল মিউট্যান্ট স্ট্রেন দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশে।
advertisement
2/5
• তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organizatio) বলছে, ভারতীয় এই কোরনার স্ট্রেনটি শুধু সেই দেশের মধ্যেই আর সীমাবদ্ধ নেই । বিশ্বের অন্তত ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে এটি । যা মারাত্মক ভয়নাক । কোভিডের B.1.617 প্রজাতিটি প্রথম মিলেছিল ভারতে। এই নতুন স্ট্রেনের অভিযোজন ক্ষমতা বিপুল । ফলে এই মারণ ভাইরাসটিকে বাগে আনাও সহজ কথা নয় ।
advertisement
3/5
• হু (WHO) জানাল, সেই নতুন স্ট্রেনটিই এখন ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে অন্য দেশেও । GISAID ডেটাবেসে সেই তথ্য আপলোড করেছে ১৭টি দেশ । এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সিঙ্গাপুরও ।
advertisement
4/5
• নতুন এই মিউট্যান্ট ভাইরাস আগের থেকেও অনেক মারাত্মক । অনেক বেশি অভিযোজন ক্ষমতা সম্পন্ন ও সংক্রমণের গতিও বেশি । বারবার অভিযোজিত হওয়ার ফলে এর উপর ওষুধ, ইনজেকশন, টিকা কোনওটাই ১০০ শতাংশ কার্যকরী হচ্ছে না ।
advertisement
5/5
• এ দিনও দেশে দৈনিক আক্রান্তের গণ্ডি সাড়ে তিন লক্ষ ছাড়িয়েছে । গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার মানুষ । মৃত্যু হয়েছে ৩,২৮৫ জনের । করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৮৮ হাজার ৬৩৭ জন। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Corona Indian Strain: বিশ্বের আরও ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় স্ট্রেন, বলছে WHO
Open in App
হোম
খবর
ফটো
লোকাল