৩৫ শতাংশ বেতন কমালো দেশের নামী সংস্থা, করোনার ধাক্কায় বাড়ছে আশঙ্কা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত সপ্তাহেই বেসরকারি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রার এমডি উদয় কোটাক এই অর্থবর্ষে মাত্র ১ টাকা বেতন নেওয়ার কথা জানিয়েছিলেন৷
advertisement
1/5

করোনা ভাইরাসের জেরে স্তব্ধ অর্থনৈতিক কর্মকাণ্ড৷ গোটা বিশ্বের মতোই দেশজুড়ে মন্দার আশঙ্কা৷ এই অবস্থায় বহু বেসরকারি সংস্থার কর্মীদের বেতন সংকোচনের আশঙ্কা করা হচ্ছে৷ সেই আশঙ্কাকে সত্যি করেই কর্মীদের একাংশের বেতন সংকোচনের পথে হাঁটল ইন্ডিয়াবুলস হাউসিং ফিনান্স৷ PHOTO- FILE
advertisement
2/5
জানা গিয়েছে, সংস্থার শীর্ষ আধিকারিকদের বেতন ৩৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থার পরিচালন পর্ষদ৷ PHOTO- FILE
advertisement
3/5
সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের জন্য এই বেতন সংকোচন করা হয়েছে৷ তবে এই বেতন সংকোচন করোনা সংক্রমণের কারণে তৈরি হওয়া পরিস্থিতির জন্য কিনা, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থা৷ ইন্ডিয়া বুলস-এর তরফে দাবি করা হয়েছে, সংস্থার খরচ কমাতেই বেতন সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ PHOTO- FILE
advertisement
4/5
সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের জন্য এই বেতন সংকোচন করা হয়েছে৷ তবে এই বেতন সংকোচন করোনা সংক্রমণের কারণে তৈরি হওয়া পরিস্থিতির জন্য কিনা, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থা৷ ইন্ডিয়া বুলস-এর তরফে দাবি করা হয়েছে, সংস্থার খরচ কমাতেই বেতন সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ PHOTO- FILE
advertisement
5/5
গত সপ্তাহেই বেসরকারি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রার এমডি উদয় কোটাক এই অর্থবর্ষে মাত্র ১ টাকা বেতন নেওয়ার কথা জানিয়েছিলেন৷ সংস্থার শীর্ষ ম্যানেজমেন্টের কর্তারাও ১৫ শতাংশ কম বেতন নেওয়ার কথা ঘোষণা করেছেন৷ PHOTO- FILE