কোভিড ১৯-র ৫০ লক্ষ টেস্ট হয়েছে ভারতে, তবুও ঠাঁই হল না ১০০-র মধ্যে, ভারতকে পিছনে ফেলল নেপাল-ভুটান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাসের জেরে রোজ প্রাণ যাচ্ছে শত -সহস্র মানুষের, এখনও অবধি ভারতে টেস্টিংয়ের হার জানলে চমকে উঠবেন
advertisement
1/7

করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে৷ জুন মাসের প্রত্যেক দিনই ৮ থেকে ১০ হাজার করে নতুন সংক্রমণের খবর আসছে৷ প্রথম পর্বেই লকডাউন করা হলেও কোনও ভাবেই কোভিড ১৯ -র মারণ সংক্রমণ কমার নাম নিচ্ছে না ৷ ভারতে এই মুহূর্তে টেস্টিংও প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ রোজ এক লক্ষের বেশি পরীক্ষা হচ্ছে ৷ এই পর্যন্ত ভারতে ৫০ লক্ষ টেস্ট হয়ে গেছে ৷ ভারতে সংক্রমিত হয়েছেন ২.৬৭ লক্ষ লোক ৷ আর সারা দেশে মৃত্যু হয়েছে ৭৭৫০ জনের ৷Photo- Representative
advertisement
2/7
ভারতে মঙ্গলবার ৫০ লক্ষ টেস্ট হয়েছে৷ এরপরেই ভারত চতুর্থ দেশ হিসেবে ৫০ লক্ষের বেশি টেস্ট করাতে পারল ৷ এর আগে রয়েছে আমেরিকা, রাশিয়া ও ব্রিটেন ৷ আমেরিকায় ২.১৮ কোটি, রাশিয়ায় ১.১৩ কোটি ও ব্রিটেনে ৫৯ লক্ষ টেস্ট হয়েছে ৷ যদি মোট টেস্টের সংখ্যা দেখা হয় তাহলে ভারত ঠিক ব্রিটেনের পিছনে চতুর্থ দেশ হিসেবে রয়েছে ৷ রাশিয়ার থেকে এখনও অনেক পিছনে ভারত ৷Photo- Representative
advertisement
3/7
বিভিন্ন দেশে মোট কত জনসংখ্যা,তার কত জন আক্রান্ত, তার কতজন মৃত এই সবকিছুর ভিত্তিতে পরিসংখ্যানের ভিত্তি দেখা হচ্ছে ৷ টেস্ট ও মৃত্যুর হার প্রতি দশ লক্ষের নিরিখে স্থির হয় ৷ এই নিরিখে ভারত পৃথিবীর ১৩০ টি দেশের মধ্যেও নেই ৷Photo- Representative
advertisement
4/7
ওয়ার্ল্ড মিটারের ভিত্তিতে প্রতি লক্ষ বসতি হিসেবে সবচেয়ে বেশি টেস্ট হয়েছে মোনাকোতে ৷ প্রতি লক্ষে তাদের টেস্ট হয়েছে ৪১,৩০০ মানুষে ৷ দুই নম্বরে রয়েছে জিব্রাল্টার (২৭,৫৫২), তিনে সংযুক্ত আরব আমিরশাহী(২৫,৬৭০)৷Photo- Representative
advertisement
5/7
এই তালিকা অনুযায়ী ডেনমার্ক ১৩, স্পেন ২০, ব্রিটেন ২১, সিঙ্গাপুর ২৭, আমেরিকা ৩০ নম্বরে রয়েছে ৷ করোনা মুক্ত হয়ে যাওয়া নিউজিল্যান্ড ৩৪ নম্বরে , তাঁদের মোট এক লক্ষ জনসংখ্যায় ৫৯১৫ টেস্ট হয়েছে ৷Photo- Representative
advertisement
6/7
এই তালিকা অনুযায়ী ভারত রয়েছে ১৩৮ তম স্থানে ৷ আর তার ঠিক ওপরে রয়েছে শ্রীলঙ্কা, ও পিছনে রয়েছে জিম্বাবোয়ে ৷ পাকিস্তান রয়েছে ১৪০ নম্বরে ৷ ভারতে প্রতি লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে ৩৫৯ জনের ৷ জিম্বাবোয়েতে ৩৫৬ জনের, আর পাকিস্তানে ৩৩১ জনের টেস্ট হয়েছে ৷ বাংলাদেশে প্রতি এক লক্ষ জনসংখ্যায় ২৫৮ জনের টেস্ট হয়েছে ৷ তাদের তালিকায় স্থান ১৫০ নম্বরে ৷Photo- Representative
advertisement
7/7
এই তালিকায় ভারতের দুই প্রতিবেশী দেশ ভারতের থেকে ওপরে রয়েছে ৷ ভুটান রয়েছে ৬৪ তম স্থানে আর নেপাল রয়েছে ১০৪ নম্বরে ৷ ভুটানে প্রতি লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে ২৫৬৫ জনের, আক নেপালে টেস্ট হয়েছে ৯৬৩ জনের ৷Photo- Representative
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
কোভিড ১৯-র ৫০ লক্ষ টেস্ট হয়েছে ভারতে, তবুও ঠাঁই হল না ১০০-র মধ্যে, ভারতকে পিছনে ফেলল নেপাল-ভুটান