India Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় দেশের করোনাচিত্রে রয়েছে আশার আলো, সেই ২০২০-র মার্চের পর!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬১৬ জন। শুক্রবারের তুলনায় এই সংখ্যা প্রায় ৫.৬ শতাংশ কম। (India Coronavirus Update)
advertisement
1/7

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী দেশের করোনাচিত্রে রয়েছে আশার আলো (India Coronavirus Update)। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬১৬ জন। শুক্রবারের তুলনায় এই সংখ্যা প্রায় ৫.৬ শতাংশ কম।
advertisement
2/7
এই মুহূর্তে দেশে মোট করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৩,০১,৪৪২ জন (India Coronavirus Update)। শুক্রবার এই সংখ্যা ১২৮০ জন বেশি ছিল। তবে দেশের করোনাচিত্রে আশার কথা হল, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২৮ হাজার ০৪৬ জন রোগী করোনাকে জয় করেছেন (India Coronavirus Update)।
advertisement
3/7
রাজ্যে রাজ্যে দৈনিক সংক্রমণের পরিসংখ্যান অনেকটা একই রকম রয়েছে। দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত প্রায় ১৮ হাজার। মহারাষ্ট্রে তা সাড়ে তিন হাজারের নীচে। কর্নাটকেও গত কয়েক দিন ধরে হাজারের নীচে থাকছে দৈনিক সংক্রমণ।
advertisement
4/7
তামিলনাড়ুতে রোজই দেড় হাজার ছাড়াচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্ধ্রপ্রদেশে তা হাজার থেকে দেড় হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। তবে মিজোরামের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। গত ২৪ ঘণ্টাতেও সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২২ জন।
advertisement
5/7
এর পাশাপাশি, এই মুহূর্তে দেশে করোনা সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৭৮ শতাংশ। যা ২০২০ সালের মার্চের পর এই প্রথম এতটা বাড়ল। এখনও পর্যন্ত দেশে মোট করোনা জয়ীর সংখ্যা ৩,২৮,৭৬,৩১৯ জন।
advertisement
6/7
এরই সঙ্গে দু'দিন পর ফের ৩০ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬১৬ জন। শুক্রবারের তুলনায় শনিবার আক্রান্ত কমেছে ৫.৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ২৪ হাজার ৪১৯ জন।
advertisement
7/7
আক্রান্ত কমার পাশাপাশি কমেছে দেশের দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৯০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৬৫৮ জনের।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
India Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় দেশের করোনাচিত্রে রয়েছে আশার আলো, সেই ২০২০-র মার্চের পর!