India Coronavirus Update: কিছুটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত ৭২৪!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রবিবারের তুলনায় খানিকটা কমল দেশের দৈনিক করোনাভাইরাসের সংক্রমণ (India Coronavirus Update)।
advertisement
1/6

রবিবারের তুলনায় খানিকটা কমল দেশের দৈনিক করোনাভাইরাসের সংক্রমণ (India Coronavirus Update)। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনায় সংক্রামিত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে ৭২৪ জনের।
advertisement
2/6
শনিবারের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৭২৪ জন মারা গিয়েছেন ভারতে। গত ৫ জুলাই দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭২৩ জন। রবিবারও দেশে একদিনে মৃত্যু হয়েছিল ৮৯৫ জনের। সেই তুলনায় সোমবার অনেকটাই কমেছে মৃত্যু।
advertisement
3/6
তবে গত ২৪ ঘণ্টায় উদ্বেগ বাড়িয়েছে টিকাকরণের সংখ্যা। এক দিনে দেশে ১২ লক্ষ ৩৫ হাজার ২৮৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৭ কোটি ৭৩ লক্ষ ৫২ হাজার ৫০১ জন টিকা পেয়েছেন।
advertisement
4/6
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১২ জুলাই, সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লক্ষ ৭৪ হাজার ৩৭৬। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৭৬৪ জনের।
advertisement
5/6
দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৪ লক্ষ ৩২ হাজার ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ কোটি ২৩ লক্ষ ১৭ হাজার ৮১৩ জনের।
advertisement
6/6
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৬৪৯ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৪ হাজার ৭১৩ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৮৯৯।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
India Coronavirus Update: কিছুটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত ৭২৪!