TRENDING:

India Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ৭২৩, শেষ ৩ মাসে সবচেয়ে কম!

Last Updated:
দেশের করোনা পরিস্থিতিতে খানিকটা আশার আলো (India Coronavirus Update)।
advertisement
1/6
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ৭২৩, শেষ ৩ মাসে সবচেয়ে কম!
দেশের করোনা পরিস্থিতিতে খানিকটা আশার আলো। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত একদিনে দেশজুড়ে ৭২৩ জনের করোনায় মৃত্যু হয়েছে যা, গত তিন মাসে সবচেয়ে কম। এদিন দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯,৭৯৬ জন। ৩ মাস পর দৈনিক সংক্রমণও নামল ৪০ হাজারের নীচে।
advertisement
2/6
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যা বেশি। ওই সময়ের মধ্যে ৪২ হাজার ৩৫২ জন কোভিড থেকে সেরে উঠেছেন।
advertisement
3/6
নতুন করে সংক্রমণের সংখ্যা নিম্নমুখী হলেও এর দৈনিক হার আগের দিনের থেকে বেড়ে হয়েছে ২.৬১ শতাংশ। রবিবারের বুলেটিনে তা ছিল ২.৩৪ শতাংশে। প্রতি দিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই 'পজিটিভিটি রেট' বা সংক্রমণের হার বলা হয়।
advertisement
4/6
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৫ লক্ষ ২২ হাজার ৫০৪টি কোভিড পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া, ওই সময়ের মধ্যে দেশের ১৪ লক্ষ ৮১ হাজার ৫৮৩ জনকে টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের ১৬ জানুয়ারি দেশ জুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৫ কোটি ২৮ লক্ষ ৯২ হাজার ৪৬ জন টিকা পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
advertisement
5/6
দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কেরলের দৈনিক আক্রাম্তে র সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কেরলে ১২ হাজার ১০০ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে।
advertisement
6/6
মহারাষ্ট্রে ৫ হাজার ৬৫২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। অন্য দিকে, তামিলনাড়ু (৩,৮৬৭) এবং অন্ধ্রপ্রদেশে (৩,১৭৫) ৩ হাজারের বেশি নতুন সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৭১।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
India Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ৭২৩, শেষ ৩ মাসে সবচেয়ে কম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল