COVID19 India: ৩ সপ্তাহে ৫০ শতাংশ কমেছে করোনা আক্রান্তের সংখ্যা, এবার কি বিদায়?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Covid-19 2nd Wave India: করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মধ্যে তুলনা করা হলে দেখা যাবে যে, এইবার করোনা সংখ্যা শিখরে ওঠার পর খুব তাড়াতাড়ি কমেছে আক্রান্তের সংখ্যা৷
advertisement
1/6

•গত প্রায় দুই মাস ধরে ভারতে করোনার ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে (Covid-19 2nd Wave India) বিপর্যস্ত দেশ। প্রতিদিন লক্ষ লক্ষ করোনা আক্রান্ত এবং হাজার হাজার মৃত্যুর ফলে স্বাস্থ্য পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছিল। তবে ধীরে ধীকে কিছু স্বস্তির খবর মিলছে। সর্বশেষ তথ্যের অন্তত সেই কথাই বলছে।
advertisement
2/6
•গত ৩ সপ্তাহ ধরে, প্রতিদিন করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে৷ ফলে করোনা গ্রাফেও নিম্নমুখী৷ ৭ দিনের গড়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ কমেছে।
advertisement
3/6
•দেশে দ্বিতীয় ঢেউয়ে করোনায় আক্রান্তের পিক ছিল ৮ ই মে। এদিন ৩লাখ ৯১হাজার ২৬৩ জন করোনা আক্রান্ত হন৷ তবে শনিবার অর্থাৎ ২৯ মে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৫,১৮৩জন৷ যা ৫০ শতাংশ কম।
advertisement
4/6
•করোনার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যদি তুলনা করতে হয়, তবে এবার ৩ সপ্তাহের মধ্যে ৫০ শতাংশ হ্রাস পেয়েছে, যেখানে গত বছর শিখর থেকে ৫০ শতাংশ কম হতে প্রায় ৬ সপ্তাহ সময় গেলেছিল।
advertisement
5/6
•একইভাবে মৃত্যুর সংখ্যাও কিছুটা হলে কম হয়েছে৷ গত ৭ দিনের মৃত্যুর গড় সংখ্যাটি দেখলে বোঝা যাবে যে প্রায় ১৮ শতাংশ কম হয়েছে। ১৬ May ই মে, ৪,০৪০ জন রোগীর মৃত্যু হয়েছিল৷ তবে বর্তমানে গড় মৃত্যুর সংখ্যা ৩,৩৪৪। তবুই করোনায় মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ রয়ে গিয়েছে৷ , বর্তমানে মৃতের সংখ্যা ৩ হাজারের নিচে নামেনি। শনিবারও ৩,০৮০ জন রোগী মারা গিয়েছেন।
advertisement
6/6
•শনিবার, করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৫,৯১৮জন। শুক্রবার, এই সংখ্যা ছিল ১লক্ষ ৭৪ হাজার। এটি টানা তৃতীয় দিন নতুন রোগীর সংখ্যা ২ লক্ষেরও কম ছিল। ভাল খবর হল উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে করোনার সংক্রমণ অনেকটাই কম হয়েছে। শনিবার, মণিপুরে নতুন করে ১০০৭জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ অন্যদিকে অরুণাচল প্রদেশে এই সংখ্যা ছিল মাত্র ৪৯৭। অন্যদিকে, দক্ষিণে তামিলনাড়ুতে ধারাবাহিকভাবে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়িয়ে তুলছে।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
COVID19 India: ৩ সপ্তাহে ৫০ শতাংশ কমেছে করোনা আক্রান্তের সংখ্যা, এবার কি বিদায়?