Unlock 3: খুলবে কি স্কুল, চালু হবে মেট্রো! সরকার এবার নেবে ‘এই’ কড়া সিদ্ধান্ত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
জুন ও জুলাই মাসে আনলক ১ এবং আনলক ২ দেখেছে দেশ, অগাস্ট মাসে দেশ ঢুকে পড়বে আনলক ৩ স্টেজে৷
advertisement
1/5

করোনা ভাইরাস সংক্রমণকে রুখতে তৎপর প্রশাসন৷ আর সেই মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই তাই সারা দেশে লকডাউন শুরু হয়েছিল৷ একটানা ৬৮ দিনের লকডাউনের পর দেশের অর্থনীতি বড় ধাক্কা খায়৷ তাই অর্থনীতিকে ধীরে ধীরে চাঙ্গা করতে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আনলক শুরু হয়েছে৷ জুন ও জুলাইতে দুটি পর্বে আনলক ১ ও আনলক ২ হয়েছে ৷ বিভিন্ন সেক্টরে আগের মতো কাজ শুরু হয়েছে৷ এবার সামনে আসছে অগাস্ট মাস৷ সেখানে আনলক ৩ পর্ব শুরু হবে৷ এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন এবার কি এই মাস থেকে স্কুল খুলবে ও মেট্রো পরিষেবা চালু হবে৷ Photo- File
advertisement
2/5
সারা দেশে মার্চ মাস থেকে স্কুল বন্ধ রয়েছে৷ এই সপ্তাহে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রালয় স্কুল খোলার বিষয়টি নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেছে৷ এই বৈঠক করেছেন স্কুল শিক্ষা সচিব অনিতা করবাল৷ এতে রাজ্য শিক্ষা সচিবদের সঙ্গে বৈঠক হয়৷ পড়ুয়াদের স্বাস্থ্য -সুরক্ষা, স্কুলে স্বচ্ছ্বতা আর অনলাইন ক্লাসের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়৷ শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জুন মাসেই জানিয়েছিলেন-স্কুল খোলার বিষয়টিতে পড়ুয়াদের মা-বাবার সঙ্গেও পরামর্শ করা হবে৷ এরপরেই মানব সম্পদ বিকাশ মন্ত্রক নিজেদের রিপোর্ট দেবে৷ সংবাদপত্রের খবর অনুসারে মন্ত্রালয়ের সঙ্গে বৈঠকে পড়ুয়াদের মা-বাবা সন্তানের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন৷ তারা চাইছেন না এই মুহূর্তে স্কুল খোলা হক৷Photo- File
advertisement
3/5
সর্বভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের মতে সরকার স্কুল খোলার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করছিল৷ কিন্তু একদম শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত নিয়ে আর এগোতে চাইছে না কেন্দ্র সরকার৷ এই মুহূর্তে কোনও স্কুল খোলার অনুমতি দেওয়া হবে না৷ পাশাপাশি সমস্ত বড় শহরের মেট্রো পরিষেবাও বন্ধ রয়েছে তাই তা শুরু করা হবে কিনা তা নিয়েও হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা৷ কিন্তু না সেখানেও এই মুহূর্তে সরকার মেট্রো না চালানোর সিদ্ধান্তই বজায় রাখতে চাইছে৷Photo- File
advertisement
4/5
এদিকে মেট্রো চলার জন্য শহরগুলি হল দিল্লি-কলকাতা-বেঙ্গালুরু৷ আশা করা হয়েছিল অগাস্ট মাস থেকে এই সব শহরেই মেট্রো চলাচল শুরু হয়ে যাবে৷ কিন্তু এই মুহূর্তে সেই বিষয়েও সম্মতি পাওয়া যায়নি৷ মুম্বইয়ে ১৫ জুন থেকে লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছিল৷ এই মুহূর্তে শুধুমাত্র আবশ্যক পরিষেবায় কর্মরত মানুষরাই যাতায়াত করার অনুমতি পান৷Photo- File
advertisement
5/5
এছাড়াও সারা দেশে যেকোনও রকম সমারোহে বড় জমায়েত করায় নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ এবারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও অনেক ছোট করে ও বেশিরভাগটাই ভার্চুয়ালি করার কথা বলা হয়েছে৷ এবার লালকেল্লার অনুষ্ঠানে স্কুলের পড়ুয়াদের ডাকা হবে না৷Photo- File
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Unlock 3: খুলবে কি স্কুল, চালু হবে মেট্রো! সরকার এবার নেবে ‘এই’ কড়া সিদ্ধান্ত