TRENDING:

পেটে ভাত নেই কয়েক কোটি মানুষের, অপুষ্টিতেই প্রতি মাসে মৃত্যু অন্তত দশ হাজার শিশুর: UN

Last Updated:
রাষ্ট্রসংঘ দেখাচ্ছে বহু সম্প্রদায় এই সময়ে অনাহারে অর্ধাহারে কাটাচ্ছে। পুষ্টির অভাবে প্রতি মাসে মৃত্যু হচ্ছে দশ হাজারেরও বেশি শিশুর।
advertisement
1/6
পেটে ভাত নেই বহু সম্প্রদায়ের, প্রতি মাসে মৃত্যু দশ হাজার শিশুর: UN
করোনার জেরে কার্যত ভেঙে পড়েছে বিশ্বের অর্থব্যবস্থা। কাজ হারিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে বহু সম্প্রদায়েরই। আর তারই ধাক্কা গিয়ে লেগেছে পুষ্টিতে। রাষ্ট্রসংঘ আরও একবার সেই ছবিই তুলে ধরছে।
advertisement
2/6
রাষ্ট্রসংঘ দেখাচ্ছে বহু সম্প্রদায় এই সময়ে অনাহারে অর্ধাহারে কাটাচ্ছে। পুষ্টির অভাবে প্রতি মাসে মৃত্যু হচ্ছে দশ হাজারেরও বেশি শিশুর। রাষ্ট্রসংঘ জানাচ্ছে গ্রামে গ্রামে চিকিৎসা সরঞ্জামের অভাব, বাজারে কৃষিজাত পণ্যর অভাবেই এই অবস্থা।
advertisement
3/6
এর ফলে ছাপ পড়বে লক্ষ লক্ষ মানুষের পুষ্টিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুষ্টি বিভাগের প্রধান ফ্রান্সেস্কো ব্র্যাঙ্কা বলেন, কোভিড-১৯ সংকটের সম খাদ্য সুরক্ষা ব্যবস্থাটাই তছনছ হয়ে গিয়েছে। খুব কম করে হলেও এক বছর এই পরিস্থিতির ফল ভুগতে হবে।
advertisement
4/6
ইতিমধ্যেই লাতি আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং সাব সাহারান দেশগুলিতে ভাত নেই বহু মানুষের পেটে।
advertisement
5/6
বিশ্ব খাদ্য পরিকল্পনার প্রধান এপ্রিলেই জানিয়েছিলেন, করোনা বিশ্বব্যাপী দুর্ভিক্ষের কারণ হয়ে উঠবে।
advertisement
6/6
শুধু সুদানেই একবেলা খেয়ে আছেন ৯৬ লক্ষ মানুষ। ১৩৬ শতাংশ মুদ্রাস্ফীতির জেরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কোনও কোনও জায়গায় তিনগুণও হয়েছে।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
পেটে ভাত নেই কয়েক কোটি মানুষের, অপুষ্টিতেই প্রতি মাসে মৃত্যু অন্তত দশ হাজার শিশুর: UN
Open in App
হোম
খবর
ফটো
লোকাল