TRENDING:

‌করোনা প্রতিকারে ব্যর্থ হাইড্রক্সিক্লোরোকুইন, জানিয়ে দিলেন গবেষকরা

Last Updated:
আরও এক দফা ট্রায়ালের পরে বিজ্ঞানীরা জানালেন, করোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইনের কোনও ভূমিকা নেই।
advertisement
1/7
‌করোনা প্রতিকারে ব্যর্থ হাইড্রক্সিক্লোরোকুইন, জানিয়ে দিলেন গবেষকরা
বিশিষ্ট বিজ্ঞানীরা প্রমাদ গুণেছিলেন আগেই। আরও একবার করোনা প্রতিরোধে অকার্যকর প্রমাণিত হয় হাইড্রক্সিক্লোরোকুইন। বুধবার আরও এক দফা ট্রায়ালের পরে বিজ্ঞানীরা জানালেন, করোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইনের কোনও ভূমিকা নেই।
advertisement
2/7
মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড বউলওয়ার। তাঁর অধীনেই হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল চলেছিল। তিনি বুধ‌বার বলেন,"আমাদের ট্রায়াল বলছে করোনা প্রতিরোধে এই ওষুধের কোনও ভূমিকাই নেই।"
advertisement
3/7
মোট ৮২১ জনের উপর হাইড্র‌ক্সিক্লোরোকুইনের ট্রায়াল চালানো হয়েছিল এই দফায়। প্রত্যেকেই করোনা আক্রান্ত ছিলেন।
advertisement
4/7
দেখা যায় ১১.৮% ব্যক্তি যাদের এই ওষুধ দেওয়া হয় তাঁদের অসুখ বাড়ছে। প্লাসেবো ব্যবহারেও ১৪.৩% মানুষের শরীরে সংক্রমণ বাড়ছিল। এই তুলনামূলক পরীক্ষায় এই দু'টি ওষুধের মধ্যে কোনওটাকেই এগিয়ে রাখছেন না গবেষকরা।
advertisement
5/7
‌তাঁরা বরং বলছেন, এটিকে মারাত্মক ক্ষতিকরও বলা যায় না। আবার চূড়ান্ত কার্যকরও বলা যায় না।
advertisement
6/7
মার্চ মাস থেকেই এই ওষুধের পক্ষে সওয়াল করেছিলেন ট্রাম্প। বলেছিলেন এই ওষুধটি গেমচেঞ্জার।
advertisement
7/7
পরে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশান বলে হাইড্রক্সিক্লোরোকুইন হৃদস্পন্দনের ছন্দ নষ্ট করতে পারে।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
‌করোনা প্রতিকারে ব্যর্থ হাইড্রক্সিক্লোরোকুইন, জানিয়ে দিলেন গবেষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল