TRENDING:

100 crore Vaccine| Howrah Bridge| একশো কোটি টিকাদানের আনন্দসন্ধ্যায় আলোর মালায় সাজল হাওড়া ব্রিজ Pics

Last Updated:
100 crore Vaccine| Howrah Bridge| টিকাকরণের নিরিখে তৃতীয়স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ।
advertisement
1/4
একশো কোটি টিকাদানের আনন্দসন্ধ্যায় আলোর মালায় সাজল হাওড়া ব্রিজ
এদিন এই লক্ষ্যপূরণের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জানান সকল স্বাস্থ্যকর্মীদেরও। তিনি ট্যুইটারে লেখেন, আমরা ১৩০ কোটি ভারতীয়র সম্মিলিত চেতনার বিজয় লক্ষ্য করছি।
advertisement
2/4
এদিন প্রধানমনন্ত্রী দিল্লির আরএমএল হাসপাতালেও বেশ কিছুটা সময় কাটান। এদিকে খুশির ছোঁয়া বাংলাতেও। কারণ টিকাকরণের নিরিখে তৃতীয়স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ। তারপরেই স্থান গুজরাত ও মধ্যপ্রদেশের।
advertisement
3/4
প্রসঙ্গত আজ বৃহস্পতিবার একদিনে আড়াই কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
advertisement
4/4
প্রসঙ্গত একশো কোটি টিকাকরণের আনন্দে তেরঙ্গা আলোয় রাঙিয়ে তোলা হয়েছে দেশের বেশ কিছু স্থাপত্য। এর মধ্যে রয়েছে কুতুব মিনার, হুমায়ুন সৌধ, তুঘলকাবাদ দুর্গ, কলকাতার কারেন্সি বিল্ডিং, মেটক্যাফ হল।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
100 crore Vaccine| Howrah Bridge| একশো কোটি টিকাদানের আনন্দসন্ধ্যায় আলোর মালায় সাজল হাওড়া ব্রিজ Pics
Open in App
হোম
খবর
ফটো
লোকাল