100 crore Vaccine| Howrah Bridge| একশো কোটি টিকাদানের আনন্দসন্ধ্যায় আলোর মালায় সাজল হাওড়া ব্রিজ Pics
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
100 crore Vaccine| Howrah Bridge| টিকাকরণের নিরিখে তৃতীয়স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ।
advertisement
1/4

এদিন এই লক্ষ্যপূরণের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জানান সকল স্বাস্থ্যকর্মীদেরও। তিনি ট্যুইটারে লেখেন, আমরা ১৩০ কোটি ভারতীয়র সম্মিলিত চেতনার বিজয় লক্ষ্য করছি।
advertisement
2/4
এদিন প্রধানমনন্ত্রী দিল্লির আরএমএল হাসপাতালেও বেশ কিছুটা সময় কাটান। এদিকে খুশির ছোঁয়া বাংলাতেও। কারণ টিকাকরণের নিরিখে তৃতীয়স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ। তারপরেই স্থান গুজরাত ও মধ্যপ্রদেশের।
advertisement
3/4
প্রসঙ্গত আজ বৃহস্পতিবার একদিনে আড়াই কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
advertisement
4/4
প্রসঙ্গত একশো কোটি টিকাকরণের আনন্দে তেরঙ্গা আলোয় রাঙিয়ে তোলা হয়েছে দেশের বেশ কিছু স্থাপত্য। এর মধ্যে রয়েছে কুতুব মিনার, হুমায়ুন সৌধ, তুঘলকাবাদ দুর্গ, কলকাতার কারেন্সি বিল্ডিং, মেটক্যাফ হল।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
100 crore Vaccine| Howrah Bridge| একশো কোটি টিকাদানের আনন্দসন্ধ্যায় আলোর মালায় সাজল হাওড়া ব্রিজ Pics