কলকাতা পুরসভার নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! কোথায় কোথায় সংক্রমিত এলাকা? জেনে নিন সেই তথ্য !
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকায় একটি বস্তি এলাকা বেড়েছে। বহু তলের সংখ্যা কিছুটা কমেছে। বাইপাস সংলগ্ন পাটুলি এলাকায় সংক্রমণ বেড়েছে। কোথায় কোথায় সংক্রমিত এলাকা? জেনে নিন সেই তথ্য !
advertisement
1/5

উত্তরে কমছে সংক্রমিত এলাকা। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে কলকাতার দক্ষিণ ও সংযুক্ত এলাকায়। কলকাতা পুরসভার নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকায় উঠে এল সেই তথ্য। তথ্য- বিশ্বজিত সাহা
advertisement
2/5
কলকাতার নতুন কনটেইনমেন্ট জোন ৩১ টি। গত ২৪ জুলাইয়ের তালিকাতেও একই ছিল কন্টেইনমেন্ট জোন। নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকায় একটি বস্তি এলাকা বেড়েছে। বহু তলের সংখ্যা কিছুটা কমেছে। বাইপাস সংলগ্ন পাটুলি এলাকায় সংক্রমণ বেড়েছে। তথ্য- বিশ্বজিত সাহা
advertisement
3/5
সবথেকে বেশি সংক্রমিত এলাকা অর্থাৎ কন্টেইনমেন্ট জোন রয়েছে ১০১ নম্বর ওয়ার্ডে । এখানে সংক্রমিত জোনের সংখ্যা ৮ টি। এর পরেই রয়েছে ১০৯ নম্বর ওয়ার্ড সেখানে চারটি সংক্রমিত এলাকা রয়েছে। এই দুটি ওয়ার্ডে ১২ নম্বর বরোতে। তথ্য- বিশ্বজিত সাহা
advertisement
4/5
কলকাতা পুরসভার কন্টেইনমেন্ট জোনের দিক থেকে সব থেকে এগিয়ে ১২ নম্বর বরো। এখানে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বারোটি। এরপরই রয়েছে নয় নম্বর বরো। যেখানে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা পাঁচটি।এরপরে যথাক্রমে আট ও চার নম্বর বড় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা যথাক্রমে ৪ ও ৩ টি।কলকাতা পুরসভার ১, ২, ৫, ৬, ১১ ও ১৫ নম্বর বেরোতে কোনও কন্টেইনমেন্ট জোন নেই।তথ্য- বিশ্বজিত সাহা
advertisement
5/5
কলকাতা পুরসভার নতুন কন্টেইনমেন্ট জনের তালিকা অনুযায়ী বহুতল বা কমপ্লেক্স রয়েছে দশটি। মিক্সড অর্থাৎ stand-alone হাউস রয়েছে ১৩ টি। মাল্টিপ্রেমিসেস রয়েছে চারটি। মার্কেট অর্থাৎ বাজার এলাকা রয়েছে একটি এবং বস্তি এলাকা রয়েছে তিনটি। তিনটি বস্তি এলাকার দুটি ১০৯ নম্বর ওয়ার্ডে। সন্তোষপুরের রাজপুর ডি-ব্লক এবং মুকুন্দপুর এর দীনেশনগর । অন্যটি রয়েছে ৩৩ নম্বর ওয়ার্ডের বেলেঘাটা জোড়া মন্দিরের চাউল পট্টি এলাকা। তথ্য- বিশ্বজিত সাহা
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
কলকাতা পুরসভার নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! কোথায় কোথায় সংক্রমিত এলাকা? জেনে নিন সেই তথ্য !