TRENDING:

Lockdown 4: খুলছে অফিস-কারখানা, কর্মক্ষেত্রে মানতে হবে এই শর্তগুলি

Last Updated:
৩১ মে পর্যন্ত চলবে চতুর্থ দফার লকডাউন, জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
advertisement
1/6
Lockdown 4: খুলছে অফিস- কারখানা, কর্মক্ষেত্রে মানতে হবে এই শর্তগুলি
চতুর্থ দফার লকডাউনে শর্তসাপেক্ষে অফিস, কারখানা খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ কিন্তু অফিস, কারখানা খুলতে গেলে মানতে হবে বেশ কিছু শর্ত৷ PHOTO- FILE
advertisement
2/6
অফিস খুললেও যত বেশি করে সম্ভব 'ওয়ার্ক ফ্রম হোম' বা বাড়ি থেকেই কাজে জোর দিতে হবে৷ PHOTO- FILE
advertisement
3/6
অফিস, কল, কারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললেও কাজের সময় ভাগ করে দিতে হবে৷ PHOTO- FILE
advertisement
4/6
অফিস, কারখানা বা কর্মক্ষেত্রে থার্মাল স্ক্যানিং, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে৷ প্রবেশ এবং বেরনোর জায়গায় হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে৷ PHOTO- FILE
advertisement
5/6
বার বার গোটা অফিস চত্বর জীবাণুমুক্ত করতে হবে৷ বিশেষত বার বার হাত দিয়ে স্পর্শ করা হয়, দরজার হাতলের মতো জিনিসগুলি ঘন ঘন জীবাণুমুক্ত করার উপরে জোর দিতে হবে৷ PHOTO- FILE
advertisement
6/6
অফিস এবং কর্মক্ষেত্রে কর্মীদের মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে৷ তার জন্য শিফট ভেঙে দেওয়া, সব কর্মী যাতে একসঙ্গে মধ্যাহ্নভোজনে না যান, এই বিষয়গুলি মাথায় রাখতে হবে৷ PHOTO- FILE
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Lockdown 4: খুলছে অফিস-কারখানা, কর্মক্ষেত্রে মানতে হবে এই শর্তগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল