লকডাউনকে থোড়াই কেয়ার! জাঁকিয়ে বিয়ে করে চাকরি খোয়ালেন সরকারি আধিকারিক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিয়ে বলে কথা!
advertisement
1/4

বিয়ে হবে অনেকদিন আগে থেকেই ঠিক ছিল ৷ আর সেই মেনে জাঁক করেই বিয়ে সেরে ফেললেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুরের আধিকারিক ৷ Photo -Representive
advertisement
2/4
করোনার মারণ আতঙ্ক পৃথিবী জুড়ে ৷ লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ বিভিন্ন দেশে লকডাউন ৷ বাংলাদেশেও লকডাউন জারি ৷ কিন্তু এর মধ্যেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ৭০ জন বরযাত্রী নিয়ে পাত্রীর বাড়ি পৌঁছে যান বর শাহিন ৷
advertisement
3/4
লকডাউনের মধ্যেই গত ৭ এপ্রিল ৭০ বরযাত্রী নিয়ে উপজেলার সনমন্দি গ্রামে বিয়ে করতে যান তিনি। এমনকি বেশ আড়ম্বরপূর্ণভাবেই সন্ধ্যায় নিজের বাড়ি গোচাইট গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পরে শাহিন কবিরকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।Photo -Representive
advertisement
4/4
শুধু জরিমানা দিয়েই নিস্তার পাননি লকডাউন ভাঙা সরকারি আধিকারিক ৷ বৃহস্পতিবার তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় ৷ প্রতিবেশীরাও খুবই বিরক্ত তার এভাবে বিয়ে করতে যাওয়ায় , এরপর কী হয় সেটাই এখন দেখার ৷ Photo- Collected
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
লকডাউনকে থোড়াই কেয়ার! জাঁকিয়ে বিয়ে করে চাকরি খোয়ালেন সরকারি আধিকারিক