চিহ্নিত ১১৬ জেলা, পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানে 'মেগা প্ল্যান' তৈরি করল কেন্দ্র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে, এই ১১৬টি জেলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানোর প্রকল্পগুলির উপরে আরও জোর দেওয়া হবে৷
advertisement
1/6

করোনা সংক্রমণের জেরে অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, তার সবথেকে বেশি প্রভাব পড়েছে পরিযায়ী শ্রমিক এবং দেশের দরিদ্র শ্রেণির মানুষের উপরে৷ কয়েকদিন আগে মন কি বাত অনুষ্ঠানেও এ কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
2/6
এবার নিজের রাজ্যে ফিরে যাওয়া পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য মেগা প্ল্যান তৈরি করল কেন্দ্রীয় সরকার৷ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টও এক নির্দেশিকায় পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে৷
advertisement
3/6
কেন্দ্রীয় সরকারি সূত্রে জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করার জন্য ৬ রাজ্যের ১১৬টি জেলাকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে৷ এই জেলাগুলিতে সবথেকে বেশি সংখ্যক পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন৷
advertisement
4/6
জানা গিয়েছে, এই ১১৬টি জেলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানোর প্রকল্পগুলির উপরে আরও জোর দেওয়া হবে৷ মোদি সরকার চাইছে, বাড়ি ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা যত দ্রুত সম্ভব রোজগার, গরিব কল্যাণ স্কিম, কৌশল বিকাশ-এর মতো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা লাভ করুক৷
advertisement
5/6
এই ১১৬টি জেলায় মনরেগা, স্কিল ইন্ডিয়া, জনধন যোজনা, কিষাণ কল্যাণ যোজনা, খাদ্য সুরক্ষা প্রকল্প, পিএম আবাস যোজনার মতো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ণের কাজ সময় বেঁঘে দিয়ে শেষ করা হবে৷
advertisement
6/6
এর পাশাপাশি আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে, সেগুলির কাজ এই জেলাগুলিতে কীভাবে করা যায়, তার নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে দু' সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর দফতরে প্রস্তাব পাঠানোর জন্য সব মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
চিহ্নিত ১১৬ জেলা, পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানে 'মেগা প্ল্যান' তৈরি করল কেন্দ্র