TRENDING:

করোনা আবহেই দুর্গাপুজো, অভিনব ব্যবস্থা নিল গৌরীবাড়ি

Last Updated:
সামাজিক দূরত্ববিধি মেনে কী ভাবে পুজো করা সম্ভব তাই নিয়ে চিন্তায় বহু বড়-ছোট পুজো কমিটিই। এর মধ্যেই অভিনব চিন্তাভাবনা গৌরিবাড়ি পুজোকমিটির।
advertisement
1/4
করোনা আবহেই দুর্গাপুজো, অভিনব ব্যবস্থা নিল গৌরীবাড়ি
হুমড়ি খেয়ে পড়া দর্শনার্থীদের ভীড় এড়াতে গৌরিবাড়ি পুজো কমিটি এক্সটেনশানের ব্যবস্থা করছে।
advertisement
2/4
পুজোর উদ্যোক্তারা বলছেন স্বাস্থ্যবিধি শাস্ত্রবিধি সবই মানতে হবে। তাই সকলকে অনুরোধ করা হবে মাস্ক পরে মণ্ডপে আসতে।
advertisement
3/4
বডি কন্টাক্ট বা সংস্পর্শ এড়াতে পুজোর সামগ্রীগুলিতে একটা করে এক্সটেনশান লাগানো থাকছে। এক্সটেনশান থাকবে প্রদীপ, চামর সব কিছুতেই। যাতে সোশ্যাল ডিস্টেনসিং বজায় রেখেই সুস্থ ভাবে পুজো করা যায়।
advertisement
4/4
এক উদ্যোক্তা জানালেন, আরতি হলে টেবিলে রাখা হবে পঞ্চপ্রদীপ। এক এক করে এসে আশির্বাদ নেবেন দর্শনার্থীরা।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
করোনা আবহেই দুর্গাপুজো, অভিনব ব্যবস্থা নিল গৌরীবাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল