করোনা সারবে রেমডিসিভিরেই? অভাবনীয় ফল এল পরীক্ষায়
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
এবার আরও একধাপ এগিয়ে গেল গবেষণা।
advertisement
1/6

আগেই জরুরিকালীন পরিস্থিতিতে রেমডিসিভির ব্যবহারের ছাড়পত্র মিলছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ছাড়পত্র দিয়েছে ভারত, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিও। এবার আরও একধাপ এগিয়ে গেল গবেষণা।
advertisement
2/6
বাঁদরের উপর ট্রায়ালে দেখা গেল, ফুসফুসের রোগে কাজ করছে এই ওষুধ। করোনা যেহেতু শ্বাসবাহিত সংক্রমণ এবং প্রথম আঘাত হানে ফুসফুসেই, তাই আশার আলো দেখছেন বিজ্ঞানীরা।
advertisement
3/6
১২ টি ম্যাকাও বাদরের ওপর এই সমীক্ষাটি চালানো হয়েছিল।
advertisement
4/6
দেখা যাচ্ছে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই বাঁদরগুলির ফুসফুসের ক্ষত অনেকখানি সেরে গিয়েছে।
advertisement
5/6
সমীক্ষকরা তাই বলছেন করোনা রোগীর নিউমোনিয়া সারাতে পারবে এই রেমডিসিভির।
advertisement
6/6
ইতিমধ্যেই মানুষের উপর রেমডিসিভির ট্রায়াল শুরু হয়েছে। প্রাথমিক পরীক্ষার ফল বলছে রেমডিসিভির ব্যবহারে দ্রুত সেরে ওঠেন করোনা রোগী।