TRENDING:

লকডাউন উঠেছে সবে একমাস, ইউহানে ফিরে এল করোনা, নতুন করে আক্রান্ত ৫

Last Updated:
করোনা কি তা হলে ফিরে ফিরে আসছে? এই প্রশ্নই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।
advertisement
1/5
লকডাউন উঠেছে সবে একমাস, ইউহানে ফিরে এল করোনা, নতুন করে আক্রান্ত ৫
চিন্তা বাড়াচ্ছে চিনের ইউহানে ফের করোনা। শেষ করোনা আক্রান্তের খবর মিলেছিল ৩ এপ্রিল ৷ তারপর এতদিন কেউ আক্রান্ত হননি। কিন্তু সোমবার নতুন করে আক্রান্ত ৫। সকলে একই আবাসনের বাসিন্দা।
advertisement
2/5
চিনের ইউহান শহর। এখানেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে। তারপর দীর্ঘ লকডাউন। ৮ এপ্রিল সেই লকডাউন ওঠে। স্বাভাবিক হচ্ছিল ইউহান। এরই মাঝে ফের করোনার হানা।
advertisement
3/5
প্রত্যেকেরই আগে করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু, উপসর্গ ছিল না। তাই তাঁদের আক্রান্ত হিসেবে ধরা হয়নি। কারণ, উপসর্গ না থাকলে চিনের সরকারি হিসেবে তাঁকে আক্রান্ত হিসেবে ধরা হয় না ৷
advertisement
4/5
শুধু ইউহানই নয়, শুলান শহরেও গত শনিবার নতুন করে ১১ জন আক্রান্ত হন ৷ পরের দিন থেকেই সেখানে ফের লকডাউন শুরু ৷ চিনের উত্তর পূর্বে, রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর শুলান ৷ এটাই এখন চিনের একমাত্র শহর যেখানে হাই রিস্ক ৷
advertisement
5/5
তবে, ইউহানে যে ভাবে প্রায় ৪০ দিন পরে নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলল, তাতে অনেকেই চিন্তিত। করোনা কি তা হলে ফিরে ফিরে আসছে? এই প্রশ্নই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
লকডাউন উঠেছে সবে একমাস, ইউহানে ফিরে এল করোনা, নতুন করে আক্রান্ত ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল