TRENDING:

মঙ্গলবার থেকে চালু হচ্ছে রেল পরিষেবা, কত হবে বিশেষ ট্রেনের ভাড়া

Last Updated:
যে যাত্রীদের মধ্যে করোনার উপসর্গ থাকবে, তাঁদের ট্রেনে উঠতে দেওয়া হবে না৷
advertisement
1/5
মঙ্গলবার থেকে চালু হচ্ছে রেল পরিষেবা, কত হবে বিশেষ ট্রেনের ভাড়া
মঙ্গলবার থেকে অবশেষে আংশিক রেল পরিষেবা শুরু হচ্ছে৷ দিল্লি থেকে দেশের গুরুত্বপূর্ণ ১৫টি শহরের মধ্যে ট্রেন চালাবে রেল৷ ইতিমধ্যেই রেল মন্ত্রক জানিয়ে দিয়েছে, এই ট্রেনগুলির টিকিট শুধুমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই কাটা যাবে৷ PHOTO- FILE
advertisement
2/5
এখনও পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে, এই বিশেষ প্যাসেঞ্জার স্পেশ্যাল ট্রেনগুলির ভাড়া রাজধানীর সমতুল হতে চলেছে৷ এই ট্রেনগুলির প্রতিটি কামরাই বাতানুকুল থাকবে৷ রেল ভাড়াতেও কোনওরকম ছাড় এখন পাওয়া যাবে না৷ PHOTO- FILE
advertisement
3/5
শুধু তাই নয়, এই ট্রেনগুলিতে কোনও RAC বা ওয়েটিং লিস্ট টিকিট থাকবে না৷ শুধুমাত্র কনফার্ম টিকিটই বিক্রি করা হবে৷ PHOTO- FILE
advertisement
4/5
যে যাত্রীদের মধ্যে করোনার উপসর্গ থাকবে, তাঁদের ট্রেনে উঠতে দেওয়া হবে না৷ সোমবার বিকেল চারটে থেকেই ট্রেনের টিকিট বুকিং শুরু হবে৷ PHOTO- FILE
advertisement
5/5
নয়াদিল্লি থেকে যে ১৫টি স্টেশনের মধ্যে ট্রেন চলবে সেগুলি হলো ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবন্তপুরম, মাড়গাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু তাওয়াই৷ PHOTO- FILE
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
মঙ্গলবার থেকে চালু হচ্ছে রেল পরিষেবা, কত হবে বিশেষ ট্রেনের ভাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল