TRENDING:

Covid-19 2nd Wave End: কবে থামবে করোনা সুনামির দ্বিতীয় ধাক্কা? কবে তাণ্ডব শুরু করবে তৃতীয় ঢেউ? স্পষ্ট জানাল কেন্দ্রীয় প্যানেল

Last Updated:
আর মাত্র দু'মাস। তারপরেই করোনার (COVID 19) দ্বিতীয় ঢেউয়ের (second wave of Covid-19) দাপট কমে যাবে। কেন্দ্রের তিন সদস্যের বিশেষজ্ঞ প্যানেল এমন আশার বানী শোনানোর ঠিক পরেই আবার আশঙ্কার কথাও শুনিয়ে ফেলেছে।
advertisement
1/7
কবে থামবে করোনার দ্বিতীয় ধাক্কা? কবে তাণ্ডব শুরু তৃতীয় ঢেউয়ের? কেন্দ্রীয় প্যানেল
*আর মাত্র দু'মাস। তারপরেই করোনার (COVID 19) দ্বিতীয় ঢেউয়ের (second wave of Covid-19) দাপট কমে যাবে। কেন্দ্রের বিশেষজ্ঞদের তিন সদস্যের প্যানেল  (three-member panel of scientists) এমন আশার বানী শোনানোর ঠিক পরেই আবার আশঙ্কার কথাও শুনিয়ে ফেলেছে। ফাইল ছবি। 
advertisement
2/7
*প্যানেলের সাফ দাবি, এখনই মুক্তি নয়। মাত্র ৬ থেকে আট মাসের ব্যবধানেই তৃতীয় ঢেউ (Cronavirus third wave) আছড়ে পড়বে আবার। ফাইল ছবি। 
advertisement
3/7
*অতিমারীর চারিত্রিক বৈশিষ্ট্য বুঝতে গাণিতিক মডেল বানিয়েছিলেন IIT কানপুরের গবেষকরা।  তাঁদের দাবি, জুলাই শেষে সংক্রমণ কমে গেলেও হেলাফেলা করা যাবে না। যথাসম্ভব সতর্ক থাকতে হবে। কারণ শীতে ফের শীর্ষে উঠতে পারে করোনা গ্রাফ। আগামী ৬-৮ মাসের মধ্যেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ।  ফাইল ছবি। 
advertisement
4/7
*IIT কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল (Manindra Agarwal) তৃতীয় ঢেউ প্রসঙ্গে ইন্ডিয়া টুডে-কে বলেন, "করোনা অতিমারীর তৃতীয় ঢেউ (phase 3 of the pandemic) স্থানীয়ভাবেই  (localised) মানুষকে সংক্রামিত করবে। ভারতের একটা বড় অংশের মানুষের টিকাকরণ সম্পন্ন হয়ে যাবে, ফলে  সংক্রমণের (immunity from vaccination) মাত্রা অনেকটাই কম হবে।" ফাইল ছবি। 
advertisement
5/7
*তিন বিশেষজ্ঞ সদস্যের প্যানেল যে রিপোর্ট পেশ করেছে, তাতে স্পষ্ট করে উল্লিখিত, ইতিমধ্যেই সংক্রমণের মাত্রা কমতে শুরু করেছে। যা অনুমান, চলতি মাসের শেষের দিকেই দৈনিক ১.৫ লক্ষ মানুষ আক্রান্ত হবেন। তবে জুলাই মাসে সেই সংখ্যা কমে দাঁড়াবে দিনে ২০ হাজারে। ফাইল ছবি। 
advertisement
6/7
*SUTRA (Susceptible, Undetected, Tested (positive) and Removed Approach) মডেল ধরেই এই সংক্রমণের গ্রাফ ব্যাখ্যা করেছে বিশেষজ্ঞ কমিটি। সেখানে সংক্রমণের হার, অ্যাক্টিভ কেসের হার, পজেটিভিটি রেট থেকে গণনা করা হয়। ফাইল ছবি। 
advertisement
7/7
*বৃহস্পতিবার SUTRA মডেলের সঙ্গে যুক্ত বিজ্ঞানী এম বিদ্যাসাগর জানিয়েছেন, টিকাকরণ প্রক্রিয়া যদি যথাযথভাবে না হয়, তবে মডেলের সঙ্গে তথ্য মেলায় তারতম্য হতে পারে। আগামী ৬-৮ মাসের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা। যদিও তিনি জানান, সুত্র মডেলে এখনও তৃতীয় ঢেউ সম্পর্কিত কোনও পূর্বাভাস নেই। তবে কাজ চলছে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Covid-19 2nd Wave End: কবে থামবে করোনা সুনামির দ্বিতীয় ধাক্কা? কবে তাণ্ডব শুরু করবে তৃতীয় ঢেউ? স্পষ্ট জানাল কেন্দ্রীয় প্যানেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল