ধেয়ে আসছে আমফান,সমুদ্রের ঢেউ উঠতে পারে দোতলা সমান, ভাসতে পারে তিলোত্তমাও, মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
আমফান মোকাবিলায় কলকাতা পুরসভায় জোর তৎপরতা। তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম।
advertisement
1/4

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। ১৯৯৯-এ পর এত ভয়ঙ্কর সুপার সাইক্লোন আসেনি ৷ সুপার সাইক্লোন হিসেবেই স্থলভাগে আছড়ে পড়বে জানিয়েছে NDRF ৷ সাইক্লোনটি আগামী ২০ মে বিকেলে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে৷ স্থলভাগে ঝড়ের গতি হবে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার ৷ সমুদ্রের ঢেউ দোতলা সমান উঁচু হতে পারে ৷ আমফানের প্রভাবে ভাসবে কলকাতা বলে আশঙ্কা ৷
advertisement
2/4
আমফান মোকাবিলায় কলকাতা পুরসভায় জোর তৎপরতা। তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের নম্বর - ২২৮৬ ১২১২/১৩১৩/১৪১৪।
advertisement
3/4
এই কন্ট্রোল রুমে কলকাতা পুরসভার আধিকারিক ছাড়াও রয়েছেন নিকাশি বিভাগের ইঞ্জিনিয়ররা। আমফানে বিপদে পড়লে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে জানানোর আর্জি জানিয়েছে কলকাতা পুরসভা।
advertisement
4/4
আমফানের জেরে প্রবল বৃষ্টি হতে পারে। ভাসতে পারে কলকাতা। তাই কলকাতা পুরসভার নজরে এখন শহরের নিকাশি। সোমবার পথে নামেন নিকাশির দায়িত্বে থাকা প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং। কলকাতার বিভিন্ন পাম্পিং স্টেশনে গিয়ে নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
ধেয়ে আসছে আমফান,সমুদ্রের ঢেউ উঠতে পারে দোতলা সমান, ভাসতে পারে তিলোত্তমাও, মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা