যক্ষ্মা-আলসার-সেপ্টিসেমিয়ার পরে করোনা ! পকেটের টাকাও কেড়ে নিতে পারে প্রাণ, নগদ লেনদেনে টানুন রাশ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কের নোটেও থাবা বসাচ্ছে বিষাক্ত করোনা !
advertisement
1/13

করোনার থাবাতে পৃথিবীজুড়ে এখনও প্রায় ৩,০০০ জন মানুষের প্রাণ নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
বিগত বেশ কয়েকদিন দিন পৃথিবীর প্রতিটি শহরে করোনা আতঙ্কে বিশেষ সতর্কতা আবলম্বন করা হয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ামক বা হু ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
WHO-এর পক্ষ থেকে ব্যবহৃত নোটের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
এমনিতেই ব্যাঙ্কের থেকে পাওয়া নোট থেকে টিবি, আলসার, সেপ্টিসেমিয়ায় মত নৃশংস রোগের শিকার হতে হয় ৷ এইবার সেই তালিকায় যুক্ত হয়েছে করোনা ভাইরাস ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
চিন ও কোরিয়া সূত্রে জানতে পারা গিয়েছে ব্যাঙ্ক থেকে তোলা টাকা পকেটে রাখালেও ছড়াতে পারে করোনা ভাইরাস ৷ অর্থাৎ কোনও করোনা আক্রান্ত ব্যক্তির হাতে টাকা থাকলে সেই টাকা অন্য কারোর কাছে আসতে পারে ৷ এতে ছড়াতে পারে করোনা ভাইরাস ৷ তাই বাঁচতে নগদ লেনদেন এড়িয়ে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
চিনে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ব্যাঙ্কের নোটে সাফাই অভিযান চলছে ৷ অতি বেগুনি রশ্মি টাকার উপর দিয়ে নিয়ে গেলে গরমে করোনা ভাইরাস মৃত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
একটি সমীক্ষায় জানতে পারা গিয়েছে প্রায় ৫৮ শতাংশ সংক্রমণ ছড়ায় ব্যাঙ্কের থেকে ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নোটে সব থেকে বেশি সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
টাকা পয়সায় সংক্রমণ ছড়ানোর একটি ভয় থেকেই যায় ৷ যাতে সংক্রমণ মারণের রূপ না নেয় সেই কারণে ব্যাঙ্কের থেকে টাকা তুলে বা অন্য কোনও সূত্র থেকে টাকা পেলে ৭-৮ দিন রেখে দিলে সংক্রমণের জীবাণু মরে যায় ৷ কেননা করোনা ভাইরাস ছড়াতে না পারলেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
নোট থেকে করোনা সংক্রান্ত সংক্রমণের জন্য আমাদের দেশে হয়ত খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
আমাদের দেশে নাসিক, দেবাস, মাইসোর-সহ নোট ছাপানোর ব্যবস্থা আছে মূলত রিজার্ভ ব্যাঙ্কের তত্ত্বাবধানে ছাপা হয় নোট ৷ কয়েন প্রস্তুতের কাজ মুম্বই, হায়দরাবাদ, কলকাতা ও নয়ডায় হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
আমাদের দেশে নাসিক, দেবাস, মাইসোর-সহ নোট ছাপানোর ব্যবস্থা আছে মূলত রিজার্ভ ব্যাঙ্কের তত্ত্বাবধানে ছাপা হয় নোট ৷ কয়েন প্রস্তুতের কাজ মুম্বই, হায়দরাবাদ, কলকাতা ও নয়ডায় হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/13
প্রিন্টিং প্রেস ও কয়েন প্রস্তুতের জন্য বিশাল কর্মযোগ্য রয়েছে ৷ যাতে সারা ভারতে অত্যন্ত দ্রুততার সঙ্গে পৌঁছনো যায় ৷ বায়ুসেনা কারেন্সি নোটে প্রিন্টিং প্রেস থেকে আরবিআইয়ের ১৮টি সেন্টারে পৌঁছনো হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/13
মোট ৪,০৭৫ কারেন্সি চেস্ট রয়েছে যেখানে টাকা পয়সা সম্পূর্ণ রূপে সুরক্ষিত থাকে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
যক্ষ্মা-আলসার-সেপ্টিসেমিয়ার পরে করোনা ! পকেটের টাকাও কেড়ে নিতে পারে প্রাণ, নগদ লেনদেনে টানুন রাশ