TRENDING:

গালওয়ানের শহিদদের স্মৃতিতে মাত্র ১১ দিনেই ১০০০ বেডের কোভিড হাসপাতাল তৈরি করল DRDO

Last Updated:
জানা গিয়েছে, হাসপাতালের আইসিইউ এবং ভেন্টিলেটর ওয়ার্ড লাদাখে শহিদ কর্নেল বি সন্তোষ বাবু’র নামে নামকরণ করা হয়েছে।
advertisement
1/7
গালওয়ানের শহিদদের স্মৃতিতে মাত্র ১১ দিনেই Covid হাসপাতাল তৈরি করল DRDO
১৫ জুন চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ ২০ জওয়ানদের স্মৃতি দিল্লিতে তৈরি হল ১০০০ শয্যার কোভিড স্পেশাল হাসপাতাল ৷ সর্দার বল্লভ ভাই পটেল, এই আস্ত হাসপাতালটি তৈরি করতে লেগেছে মাত্র ১১ দিন ৷
advertisement
2/7
যুদ্ধকালীন তৎপরতায় মাত্র ১১ দিনে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে DRDO ৷ পুরো হাসপাতালটি শীততাপ নিয়ন্ত্রিত ৷
advertisement
3/7
দিল্লির এই কোভিড হাসপাতালে ১০০০ বেড ছাড়াও রয়েছে বিশেষে মেডিক্যাল সুবিধা সহ ২৫০টি আইসিইউ বেডেরও ব্যবস্থা রয়েছে ৷
advertisement
4/7
ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফে তরফে এক বিবৃতিতে জানানো হয়, গালওয়ানে শহিদ জওয়ানদের নামেই এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের নামে করা হবে ৷
advertisement
5/7
জানা গিয়েছে, হাসপাতালের আইসিইউ এবং ভেন্টিলেটর ওয়ার্ড লাদাখে শহিদ কর্নেল বি সন্তোষ বাবু’র নামে নামকরণ করা হয়েছে।
advertisement
6/7
হাসপাতালের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সিংও ৷
advertisement
7/7
এই হাসপাতাল পরিচালনার দায়িত্বে রয়েছে সেনাবাহিনীর মেডিক্যাল কোম্পানি ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
গালওয়ানের শহিদদের স্মৃতিতে মাত্র ১১ দিনেই ১০০০ বেডের কোভিড হাসপাতাল তৈরি করল DRDO
Open in App
হোম
খবর
ফটো
লোকাল