আর মাত্র ৫০০ কিমি দূরে, ধেয়ে আসছে ভয়ঙ্কর আমফান, নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা কলকাতা পুলিশের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
আমফান-সতর্কতায় কলকাতার বিভিন্ন এলাকায় মাইকিং পুলিশের ৷
advertisement
1/6

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। ঝড়ে প্রভাব পড়বে কলকাতাতেও ৷ তড়িঘড়ি বিপর্যয় এড়াতে নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা কলকাতা পুলিশের ৷ একদিকে মাইকিং করে ঘর থেকে না বেরনোর অনুরোধ, অন্যদিকে, কলকাতার বিভিন্ন এলাকায় বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে সতর্ক করল কলকাতা পুলিশ ও পুরসভা।
advertisement
2/6
আমফান-সতর্কতায় কলকাতার বিভিন্ন এলাকায় মাইকিং পুলিশের ৷ বাসিন্দাদের ঝড়ের সময় ঘর থেকে না বেরনোর অনুরোধ জানিয়েছে পুলিশ ৷ সামাজিক দূরত্ব মেনে থাকার পরামর্শ দিয়েছেন তারা ৷ একইসঙ্গে সম্পত্তি ক্ষয় এড়াতে রাস্তা থেকে গাড়ি নিরাপদ জায়গায় রাখার বার্তা ৷
advertisement
3/6
মাইকিং করে বাসিন্দাদের বিপজ্জনক বাড়ি খালি করার অনুরোধ করা হয়। তাঁদের স্থানীয় কমিউনিটি সেন্টার বা সরকারি শেল্টারে যাওয়ার আর্জি জানানো হয়েছে। ঘূর্ণিঝড় আমফান আসার আগেই ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক কলকাতা পুলিশ ও পুরসভা। কলকাতার বিভিন্ন এলাকায় পুরোন বাড়ির গায়ে পুরসভার বিপজ্জনক বোর্ড ঝুলছে। সেইসব এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে পুলিশ ও পুরসভা। অবিলম্বে বিপজ্জনক বাড়িগুলি খালি করার অনুরোধ জানানো হয়।
advertisement
4/6
বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের সতর্ক করার জন্য সব থানাকে নির্দেশ দেয় লালবাজার। মঙ্গলবার সকালে চিৎপুরের অলিগলিতে কখনও অটো ও কখনও হেঁটে মাইকিং করেন পুলিশকর্মীরা। বাড়ি খালি করে সরকারি শেল্টারে যেতে অনুরোধ করা হয় বাসিন্দাদের।
advertisement
5/6
আমফান নিয়ে পুলিশের বৈঠকে থানার জন্যেও কিছু বিশেষ নির্দেশ দেওয়া হয় ৷ পুরসভার সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে থানার OCদের নির্দেশ পুলিশ কমিশনারের ৷ থানায় জেনারেটর রাখা বাধ্যতামূলক, রাখতে হবে শুকনো খাবার ৷ ঝড়ের সময় রাস্তায় কোনও পুলিশ যেন না থাকে নির্দেশ ৷
advertisement
6/6
উল্টোডাঙার তেলেঙ্গাবাগানেও পুলিশ ও পুরসভা মাইকিং করে। অন্তত দশটি পুরোন ও বিপজ্জনক বাড়ি চিহ্নিত করা হয়। বাসিন্দাদের স্থানীয় কমিউনিটি সেন্টারে যাওয়ার অনুরোধ করেন পুলিশ ও পুরসভার কর্মীরা। লিখিত আবেদন জানানো হয়। বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের হাতের সামনে শুকনো খাবার, মোমবাতি ও টর্চ রাখতে বলা হয়েছে।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
আর মাত্র ৫০০ কিমি দূরে, ধেয়ে আসছে ভয়ঙ্কর আমফান, নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা কলকাতা পুলিশের