TRENDING:

করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরও বিপদ কাটছে না ভারতীয়দের! নয়া গবেষণার রিপোর্টে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক

Last Updated:
চিন্তা বাড়াচ্ছে দুর্বল অ্যান্টিবডি ৷ অ্যান্টিবডি কতদিন কার্যকর , স্পষ্ট নয় ৷
advertisement
1/7
করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরও বিপদ কাটছে না ভারতীয়দের!গবেষণার রিপোর্টে উদ্বেগ
ভারতীয়রা কোভিড থেকে সেরে উঠলে শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে ঠিকই, তা খুব একটা জোরালো নয়। তাই করোনায় সুস্থ হওয়া ব্যক্তি ফের আক্রান্ত হতেই পারেন। সতর্কতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। ব্রিটেন সহ ইউরোপের কয়েকটি দেশেও একই সম্ভাবনা। জানাচ্ছে ব্রিটিশ মেডিক্যাল জার্নাল।
advertisement
2/7
ভারতে এখনও ঘটেনি ঠিকই, কিন্ত ঘটবে না, এমনটা ধরে বসে থাকলে বিপদ। করোনা মুক্ত হওয়ার পর সতর্কতায় বিন্দুমাত্র ঢিলে দিলেই ফিরতে পারে কোভিড ভাইরাস। সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
advertisement
3/7
একই মানুষ দ্বিতীয় বার করোনা-সংক্রামিত হয়েছেন, ভারতে এখনও এমনটা হয়নি। তবে চিনে, দক্ষিণ কোরিয়ায় হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, করোনা ভারতীয়দের ভয় পাচ্ছে, এমন তো নয়। তাই ভারতেও সুস্থ হয়ে ওঠা ব্যক্তি ফের আক্রান্ত হতেই পারেন। কারণ সেই অ্যান্টিবডি ৷
advertisement
4/7
চিন্তা বাড়াচ্ছে দুর্বল অ্যান্টিবডি ৷ অ্যান্টিবডি কতদিন কার্যকর , স্পষ্ট নয় ৷ খুব বেশিদিন কার্যকর থাকছে না বলেই বিজ্ঞানীদের অনুমান ৷ এজন্য দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন ৷Photo- Representative
advertisement
5/7
ভারত নিয়ে যখন এই আশঙ্কা, তখন একই ব্রিটেন ও ইউরোপেও সতর্কতা। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের গবেষণায় প্রকাশ, হার্ড ইমিউনিটি এখনও বহু দূর। শুধু ভারতে নয়, ইউরোপেও অ্যান্টিবডি নিয়ে আশঙ্কা ৷ মৃদু উপসর্গ বা উপসর্গহীনদের ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৷ দুটি ক্ষেত্রেই কার্যকর অ্যান্টিবডি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ৷
advertisement
6/7
তা হলে উপায়? উপায় একটাই। করোনা মুক্ত হওয়ার পরও যাবতীয় সতর্কতা মেনে চলা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সেরে যাওয়া মানেই আমি সংক্রমণ থেকে সুরক্ষিত হয়ে গেলাম— সেটা হবে না। সতর্ক থাকাই একমাত্র রাস্তা ৷
advertisement
7/7
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার কমছে বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। জুনে যেখানে ৩.৩৬ শতাংশ মৃত্যুহার ছিল, জুলাইয়ের প্রথম ২০ দিনে তা কমে ২.৪৩ শতাংশ হয়েছে। প্রতি দশ লক্ষে ভারতে কমবেশি ২০ জন মারা যাচ্ছেন, সেখানে বিশ্বে গড়ে ৭৭ জনের মৃত্যু হচ্ছে।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরও বিপদ কাটছে না ভারতীয়দের! নয়া গবেষণার রিপোর্টে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল