TRENDING:

‌করোনার কারণে বাড়তে পারে HIV, যক্ষ্মা, ম্যালেরিয়ায় মৃত্যু, আশঙ্কা গবেষণায়

Last Updated:
বহু দেশেই করোনা ভাইরাসের প্রকোপে স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে।
advertisement
1/5
‌করোনার কারণে বাড়তে পারে HIV, যক্ষ্মা, ম্যালেরিয়ায় মৃত্যু, আশঙ্কা গবেষণায়
• একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাসের প্রকোপের ফলে HIV, যক্ষ্মা, ম্যালেরিয়ায় মৃত্যুর হার বাড়তে পারে লাফিয়ে লাফিয়ে। আর এই সমস্যায় পড়তে পারেন নিম্ন ও মাঝারি উপার্জনের মানুষেরা। (‌প্রতীকী ছবি)‌
advertisement
2/5
• The Lancet Global Health–নামে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এই তথ্য। সেখানে সংখ্যার বিচারে এই মৃত্যুর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করেছেন গবেষকরা। (‌প্রতীকী ছবি)‌
advertisement
3/5
• তাঁরা মনে করছেন, করোনার কারণে প্রভাবিত হতে পারে এই সমস্ত মারণ ব্যধিগুলির সময়মতো চিকিৎসা। যার ফলে সরাসরি প্রভাব পড়তে পারে মৃত্যুর হারে। আর তার দায় এই অতিমারীর। (‌প্রতীকী ছবি)‌
advertisement
4/5
• এমনিতেই বহু দেশে করোনা সংক্রমণের ফলে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। কারণ, ক্রমে চাপ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। ফলে অন্য মারণ রোগের চিকিৎসায় যে এখন সমস্যা হবে, সেটা বলাই যায়। (‌প্রতীকী ছবি)‌
advertisement
5/5
• তাঁরা মনে করছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি হলে দক্ষিণ আফ্রিকা মহাদেশের একাধিক দেশ, যেগুলি অত্যাধিক HIV আক্রান্ত, সেগুলিতে মৃত্যুর পরিমাণ বাড়তে পারে একধাক্কায় ১০ শতাংশ।(‌প্রতীকী ছবি)‌
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
‌করোনার কারণে বাড়তে পারে HIV, যক্ষ্মা, ম্যালেরিয়ায় মৃত্যু, আশঙ্কা গবেষণায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল