TRENDING:

শরীর ভাঙছে, তবু নেই বিশ্রাম সুযোগ, স্যালুট এই করোনা যোদ্ধাদের

Last Updated:
সারা পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩৫ লক্ষের কাছাকাছি। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৮৭০ জনের। যাঁরা প্রাণে বেঁচে রয়েছেন, তাঁদের আরোগ্য নিশ্চিত করতে রাতদিন লড়ছেন ওঁরা। শরীর ভাঙছে। তবু কাজ থামছে না। রইল সেই করোনা যোদ্ধাদের ছবি-
advertisement
1/7
শরীর ভাঙছে, তবু নেই বিশ্রাম সুযোগ, স্যালুট এই করোনা যোদ্ধাদের
ইতালির গাভাজেনি হাসপাতালের চিকিৎসক লুকা তারান্তিনো। চোখ ভেঙে পড়ছে ক্লান্তিতে। গলার হাড় বেরিয়ে আসছে যেন। ছবি-এপি।
advertisement
2/7
ইতালির সারকোলো হাসপাতালের ছবি। ক্লান্তিতে ভেঙে পড়ছেন এক স্বাস্থ্যকর্মী। ছবি-রয়টার্স।
advertisement
3/7
ইন্দোনেশিয়ায় রাস্তাতেই জিরিয়ে নিচ্ছেন স্বাস্থ্যকর্মীর। ছবি-রয়টার্স।
advertisement
4/7
প্যারিসের অ্যাম্ব্রোয়েজ পেয়ার ক্লিনিক। করোনা রোগীর অক্লান্ত সেবা করে চলেছেন এক স্বাস্থ্যকর্মী। ছবি-রয়টার্স।
advertisement
5/7
ইতালির ক্রিমোনায়, একটু জিরিয়ে নিচ্ছেন এক স্বাস্থ্যকর্মী।
advertisement
6/7
মেক্সিকোর এক স্বাস্থ্যকর্মী। সারাদিন কোভিড গিয়ার পড়ে কাটছে করোনা রোগীদের সঙ্গে। ছবি-রয়টার্স।
advertisement
7/7
নিউইয়র্কের ব্রুকলিন বোরোয়, ক্লান্ত দেহটা নিয়ে একটু খোলা আকাশের নীচে এক করোনা কর্মী।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
শরীর ভাঙছে, তবু নেই বিশ্রাম সুযোগ, স্যালুট এই করোনা যোদ্ধাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল