TRENDING:

ভারতের মতো দেশে করোনার ঢেউ রুখতে পারবে না হার্ড ইমিউনিটি, জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক

Last Updated:
ভারতের মতো অত্যধিক জনসংখ্যার দেশে হার্ড ইমিউনিটি করোনার এই প্রবল ঢেউকে রুখতে পারবে না । তার জন্য দরকার ভ্যাকসিন ।
advertisement
1/6
ভারতের মতো দেশে করোনার ঢেউ রুখতে পারবে না হার্ড ইমিউনিটি, জানাল স্বাস্থ্যমন্ত্রক
• বেশকিছু দিন ধরেই জোর তরজা চলছে দেশবাসীর হার্ড ইমিউনিটি নিয়ে । যা নিযে বেশ আশার আলো দেখছিল সকলে । কিন্তু সেই আশায় জল পড়ল স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক বিবৃতিতে ।
advertisement
2/6
• স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ভারতের মতো অত্যধিক জনসংখ্যার দেশে হার্ড ইমিউনিটি করোনার এই প্রবল ঢেউকে রুখতে পারবে না । তার জন্য দরকার ভ্যাকসিন । ভ্যাকসিনই একমাত্র দেশবাসীকে এই মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারে ।
advertisement
3/6
• হার্ড ইমিউনিটি কাকে বলে । যখন দেশের জনসংখ্যার একটা বিরাট অংশ কোনও একটি রোগে আক্রান্ত হয়, ও মৃত্যু হয়- তখন মানবদেহে স্বতন্ত্র্যভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে । একেই বলে হার্ড ইমিউনিটি ।
advertisement
4/6
• কিছুদিন আগেই দেশের অন্যতম বৃহৎ প্যাথোলজি একটি সমীক্ষায় দাবি করেছিল, দেশের ১৮ কোটি মানুষের শরীরে তাঁদের অজান্তেই করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে । এতেই খানিকটা স্বস্তি এসেছিল দেশবাসীর মনে ।
advertisement
5/6
• কিন্তু স্বাস্থ্যমন্ত্রক বলছে, দেশের জনসংখ্যা বিপুল। তাছাড়া বেশিরভাগ জায়গায় জনঘনত্বও খুব বেশি। এই অবস্থায় হার্ড ইমিউনিটির মাধ্যমে কাজ হবে না।
advertisement
6/6
• সম্প্রতি কলকাতা, মুম্বই-সহ দেশের বেশিরভাগ বড় শহরেই দেখা যাচ্ছে উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে । অনেকেই মাঝারি বা স্বল্প উপসর্গ রয়েছে, যা নিজের থেকেই সেরে যাচ্ছে । কারও শরীরে আবার অজান্তেই করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে । এইসব লক্ষণ থেকেই মনে করা হচ্ছি, হার্ড ইমিউনিটি হয়তো করোনা সংক্রমণে রাশ টানবে । কিন্তু এ দেশে যে এমন ধারনা তেমন ফলপ্রসূ হবে না তা জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক ।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
ভারতের মতো দেশে করোনার ঢেউ রুখতে পারবে না হার্ড ইমিউনিটি, জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল