TRENDING:

Covid-19 Delta Variant : ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়াতে পারে জলবসন্তের মত! ভ্যাকসিন নিলেও রেহাই নেই : CDC

Last Updated:
Covid-19 Delta Variant : ভ্যাকসিন পেয়েছেন এরকম মানুষ ভ্যাকসিন না নেওয়া মানুষদের মতো একই হারে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়াতে পারেন। সিডিসির ডিরেক্টর রোশেলি ওয়ালেনস্কি নথিটির সত্যতা নিশ্চিত করেছেন। এই প্রেজেন্টেশনটির বিষয়ে প্রথম সংবাদ প্রকাশ করে দ্য ওয়াশিংটন পোস্ট।
advertisement
1/8
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়াতে পারে জলবসন্তের মত! ভ্যাকসিন নিলেও রেহাই নেই?
আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) একটি আভ্যন্তরীণ নথি অনুযায়ী, করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিটি অন্যান্য প্রজাতির চেয়ে আরও ভয়ঙ্কর। শুধু তাই নয়, জলবসন্তের (চিকেন পক্স) মতো দ্রুতগতিতে ও সহজে ছড়িয়ে পড়ছে। আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
advertisement
2/8
আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) একটি আভ্যন্তরীণ নথি অনুযায়ী, করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিটি অন্যান্য প্রজাতির চেয়ে আরও ভয়ঙ্কর। শুধু তাই নয়, জলবসন্তের (চিকেন পক্স) মতো দ্রুতগতিতে ও সহজে ছড়িয়ে পড়ছে। আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
advertisement
3/8
ওয়ালেনস্কি সিএনএনকে বলেন, 'আমার ধারণা মানুষের এখন বোঝা উচিত যে, আমরা রাখাল বালকের গল্পের মতো সবাইকে মিথ্যে ভয় দেখাচ্ছি না। বিষয়টি গুরুতর। এটি সবচেয়ে বেশি সংক্রামক রোগগুলোর মধ্যে অন্যতম। এই ভাইরাসটি জলবসন্ত ও হামের মতোই দ্রুত ও সহজে ছড়িয়ে পড়তে পারে।'
advertisement
4/8
গত মঙ্গলবার ওয়ালেনস্কি ভ্যাকসিনের ডোজ নিয়েছেন এরকম মানুষদের জন্য একটি পরিবর্তিত স্বাস্থ্য নীতিমালা প্রকাশ করেন, যেটি ঘিরে বিতর্ক শুরু হয়। তিনি জানান, ভ্যাকসিনের ডোজ নেওয়া শেষ করেছেন এরকম মানুষদেরকেও ভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে বা আগে হয়েছে এরকম জায়গায় (ঘরের ভেতরে) মাস্ক পরে থাকার সুপারিশ করছে সিডিসি। ওয়ালেনস্কি'র এই পরিবর্তিত নীতিমালাকে সমর্থন করার জন্য সিডিসি কিছু ডেটা প্রকাশ করবে।
advertisement
5/8
তিনি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অন্যান্য কর্মী এবং ভিসিটরদের সবাইকে সারাক্ষণ মাস্ক পরে থাকতে হবে। সিএনএনকে ওয়ালেনস্কি বলেন, 'এই রোগটিকে নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের অনেক কঠোর উদ্যোগ নিতে হবে।'
advertisement
6/8
সিডিসি'র প্রেজেন্টেশনটিতে বলা হয়েছে, করোনাভাইরাস জলবসন্তের (চিকেন পক্স) মতোই সংক্রামক। একজন সংক্রামিত মানুষ গড়ে আরও আট থেকে নয় জন মানুষকে সংক্রামিত করতে পারেন। প্রাথমিক ধারণায় এটিকে ঠাণ্ডা লাগার সঙ্গে তুলনা করা হয়েছিল, যেটির ক্ষেত্রে একজন সংক্রামিত ব্যক্তি গড়ে এক থেকে দুইজন মানুষকে সংক্রামিত করতে পারেন। সংক্রমণ ঘটানোর হারের একক হিসেবে ধরা হয় 'আর জিরো'-কে।
advertisement
7/8
ওয়ালেনস্কি আরও জানান, একজন ভ্যাকসিন নেওয়া মানুষ একজন ভ্যাকসিন না নেওয়া মানুষের মতো একইহারে ভাইরাসটিকে ছড়িয়ে দিতে সক্ষম। ভ্যাকসিন নেওয়া মানুষ ভাইরাসটি দ্বারা সংক্রামিত হলে তাদের শরীরে যে পরিমাণ ভাইরাসের অস্তিত্ব দেখা যায়, একই পরিমাণ ভাইরাস একজন ভ্যাকসিন না নেওয়া আক্রান্ত মানুষের শরীরে দেখা যাচ্ছে।
advertisement
8/8
তবে, প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভ্যাকসিন নেওয়া মানুষেরা অধিকতর নিরাপদ। সেখানে বলা হয়েছে, ভ্যাকসিন ৯০ শতাংশেরও বেশি কঠিন অসুস্থতাকে প্রতিহত করতে পারে, তবে এটি সংক্রমণ বা ছড়িয়ে পড়া ঠেকানোর ক্ষেত্রে ততটা কার্যকরী নয়। ভ্যাকসিন কঠিন অসুস্থতায় আক্রান্ত হওয়া ও মৃত্যুর সম্ভাবনা দশ শতাংশ কমিয়ে আনে এবং সংক্রমণের ঝুঁকিকে তিন শতাংশ কমায় বলে প্রতিবেদনে জানানো হয়।Representational Image
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Covid-19 Delta Variant : ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়াতে পারে জলবসন্তের মত! ভ্যাকসিন নিলেও রেহাই নেই : CDC
Open in App
হোম
খবর
ফটো
লোকাল