Corona Vaccine Trial: দেশে ২-১৮ বছর বয়সীদের মধ্যে ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেল Covaxin
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আরও একধাপ এগিয়ে ভারতে ২-১৮ বছর বয়সীদের ট্রায়ালের ছাড়পত্র দেওয়া হল Bharat Biotech-এর Covaxin-কে ।
advertisement
1/6

• ভ্যাকসিন ছাড়া এই অতিমারী থেকে মুক্তি নেই দেশের । একটা বড় সংখ্যক মানুষের টিকাকরণ সম্পূর্ণ হলেই শুধুমাত্র এই ভয়ঙ্কর রোগের সামনে প্রতিরোধের পাঁচিল গড়তে সক্ষম হব আমরা, এমনটা বারবারই বলে আসছেন বিশেষজ্ঞরা । এখনও পর্যন্ত দেশে শুধুমাত্র প্রাপ্তবয়ষ্কদেরই টিকাগ্রহণের ছাড়পত্র দেওয়া হয়েছে ।
advertisement
2/6
• কিন্তু ২-১৮ বছর বয়সীদের জন্য এখনও পর্যন্ত কোনও টিকাই আসেনি বাজারে । এ বার থেকে এই বয়সী ছেলে-মেয়েদের জন্যও ক্লিনিকাল ট্রায়ালের ছাড়পত্র পেল ভারত বায়োটেক । এই ট্রায়াল সফলভাবে সম্পূর্ণ হলে অপ্রাপ্তবয়ষ্করাও ‘কোভ্যাক্সিন’ নিতে পারবেন ।
advertisement
3/6
• আমেরিকায় ইতিমধ্যে বাইডেন সরকার ফাইজারকে ১২-১৫ বছর বয়সিদের মধ্যে ক্লিনিকাল ট্রায়াল চালানোর ছাড়পত্র দিয়েছে ৷ এ বার সেই পথে হেঁটে আরও একধাপ এগিয়ে ভারতে ২-১৮ বছর বয়সীদের ট্রায়ালের ছাড়পত্র দেওয়া হল ।
advertisement
4/6
• ৫২৫ টি বিষয়ের উপর এই ট্রায়াল দেশের বিভিন্ন জায়গায় হবে, তার মধ্যে রয়েছে দিল্লি ও পটনার এইমস, নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ৷
advertisement
5/6
• আগেই সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-র কাছে এই ট্রায়াল শুরু করার আবেদন জানানো হয়েছিল হায়দরাবাদের ভারত বায়োটেকের তরফে । শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে টিকার কী ব্যবহার, তার প্রতিক্রিয়া, পার্শ্ব-প্রতিক্রিয়া, সমস্যা নিয়ে গবেষণা চালানোর জন্য মঙ্গলবারই এই ছাড়পত্র দেওয়া হয় ।
advertisement
6/6
• তবে এই ছাড়পত্র দেওয়া হলেও ভারত বায়োটেককে ডিএসএমবি অনুমোদিত ফেজ ২ ট্রায়ালের প্রয়োজনীয় সুরক্ষাবিধি নিশ্চিত করতে হবে ৷ তর পরেই শুরু করা যাবে ফেজ-৩-এর গবেষণা ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Corona Vaccine Trial: দেশে ২-১৮ বছর বয়সীদের মধ্যে ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেল Covaxin