Coronavirus Update : দেশে চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা! দৈনিক মৃত্যুর হার কত?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Coronavirus রিপোর্টে দেখা যাচ্ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের উপরে। নতুন করে ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যাও। যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের।
advertisement
1/5

একদিন আগেই দেশের দৈনিক করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যাটা নেমে এসেছিল মাত্র ৩১ হাজারে। যা কিনা চার মাসের মধ্যে ছিল সর্বনিম্ন। বৃহস্পতিবার ফের লাফিয়ে বাড়ল করোনা গ্রাফ। এদিনের রিপোর্টে দেখা যাচ্ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের উপরে। নতুন করে ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যাও। যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের। তবে, এদিন বড়সড় স্বস্তি মিলেছে করোনায় দৈনিক মৃতের সংখ্যায়। দীর্ঘদিন পর দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা নেমে এসেছে ৬০০-এর নিচে। Representative Image
advertisement
2/5
স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৮০৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে হাজার দশেক বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮১ জনের। মৃতের সংখ্যাটা বিগত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
advertisement
3/5
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮১ জনের। মৃতের সংখ্যাটা বিগত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
advertisement
4/5
যদিও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৯ হাজার ১৩০ জন। আপাতত অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৩২ হাজার ৪১ জন। দীর্ঘদিন বাদে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষ। Photo : প্রতীকী
advertisement
5/5
ইতিমধ্যেই দেশে ৪৩ কোটি ৮০ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ৪৩ হাজারের বেশি। দেশে ইতিমধ্যেই করোনা টিকা পেয়েছেন ৩৯ লক্ষের বেশি মানুষ।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Coronavirus Update : দেশে চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা! দৈনিক মৃত্যুর হার কত?