TRENDING:

Corona New Strain: ভারতে পাওয়া করোনার নতুন প্রজাতির নাম দিল WHO, ডেলটা ও কাপ্পা

Last Updated:
বি.১.৬১৭.১-এর নাম দেওয়া হয়েছে কাপ্পা । বি.১.৬১৭.২-এর নাম দেওয়া হয়েছে ডেলটা ।
advertisement
1/5
Corona New Strain: ভারতে পাওয়া করোনার নতুন প্রজাতির নাম দিল WHO, ডেলটা ও কাপ্পা
• ভারতে খুঁজে পাওয়া নতুন করোনা ভাইরাসের প্রজাতির নামকরণ করা হল । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই দু’টি স্ট্রেনের নতুন নাম রাখল, ডেলটা ও কাপ্পা ।
advertisement
2/5
• বি.১.৬১৭.১ এবং বি.১.৬১৭.২ এই নামেই আগে ওই নতুন দুই প্রজাতির নামকরণ করা হয়েছিল । কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই নাম যতই স্বাভাবিক হোক না কেন, সাধারণ মানুষের পক্ষে তা ছিল বেশ খটোমটো । তাই অপেক্ষাকৃত দু’টি নতুন নাম দেওয়া হল হু-র তরফে ।
advertisement
3/5
• B.1.617.1-এর নাম দেওয়া হয়েছে কাপ্পা । B.1.617.2-এর নাম দেওয়া হয়েছে ডেলটা । ২০২০-র অক্টোবরে এ দেশে প্রথম কাপ্পা প্রজাতিটি পাওয়া গিয়েছিল । এই নতুন স্ট্রেনের ফলে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে ।
advertisement
4/5
• গ্রিক বর্ণমালা অনুযায়ী ডেলটা হল চতুর্থ বর্ণ, কাপ্পা হল দশম । এর আগে ব্রিটেনে খুঁজে পাওয়া নতুন প্রজাতিটি B.1.1.7-এর নাম দেওয়া হয়েছিল আলফা । এটি গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ ।
advertisement
5/5
• দক্ষিণ অফ্রিকার প্রজাতি B.1.351-এর নাম গ্রিক বর্ণমালার দ্বিতীয় বর্ণ বিটার নামানুসারে । ব্রাজিলের প্রজাতিটির নাম হয়েছে গামা । এটি বর্ণমালার তৃতীয় বর্ণ । সেই ধারা বজায় রেখে এ বার ভারতীয় প্রজাতি গুলির নামকরণ করা হল ।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Corona New Strain: ভারতে পাওয়া করোনার নতুন প্রজাতির নাম দিল WHO, ডেলটা ও কাপ্পা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল