চাকুরিজীবীদের জন্য সুখবর, চাকরি থেকে ছাঁটাই রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
বহু সংস্থা ক্ষতি সামলাতে কর্মী ছাঁটাইয়ের পথ নিতে পারেন বলে পূর্বাভাস অর্থনীতিবিদদের ৷ চাকরি বাঁচাতেই বড় সিদ্ধান্ত অর্থমন্ত্রকের ৷
advertisement
1/5

চাকুরিজীবীদের কথা ভবে বড় পদক্ষেপ কেন্দ্রের ৷ করোনা ভাইরাস ঠেকাতে এক মাসেরও বেশি সময় ধরে দেশে চলছে লকডাউন ৷ থমকে জনজীবন, থমকে অর্থনীতি ৷ লকডাউনের জেরে প্রায় ১৩ কোটি লোকের চাকরি যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল ৷ বহু সংস্থা ক্ষতি সামলাতে কর্মী ছাঁটাইয়ের পথ নিতে পারেন বলে পূর্বাভাস অর্থনীতিবিদদের ৷ চাকরি বাঁচাতেই বড় সিদ্ধান্ত অর্থমন্ত্রকের ৷
advertisement
2/5
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কর্মীদের যাতে ছাঁটাই না করা হয় তার জন্য অনেক ছোট ছোট সংস্থার কর্মীদের পিএফ-এর গোটা টাকাটাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷
advertisement
3/5
প্রথম দফায় ২১ দিনের লকডাউন ঘোষণার পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ক্ষতিগ্রস্থ ছোট ছোট সংস্থাগুলিকে বাঁচাতে আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন ৷ সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ১০০ জনের কম কর্মী কাজ করেন এমন সংস্থায় ১৫ হাজার টাকার নীচে যাদের বেতন, তাদের পিএফ-এর পুরো টাকার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ৷ পরবর্তী তিন মাস অর্থমন্ত্রক ওই কর্মীদের পিএফ-এর পুরো টাকা দেবে বলে জানান নির্মলা সীতারমন ৷
advertisement
4/5
এখন ২১ দিন ছাড়িয়ে লকডাউনের মেয়াদ বেড়েছে আরও কয়েকদিন ৷ গোটা দেশে আপাতত লকডাউন চলবে ৩ মে পর্যন্ত ৷ তাই ক্ষতি বাঁচাতে সংস্থাগুলি যাতে কর্মী ছাঁটাই না করে সেজন্য আরও বেশি সংখ্যক সংস্থার কর্মীদের পিএফ-এর পুরো দায়িত্ব নেওয়ার কথা ভেবেছে সরকার ৷ শীঘ্রই সেব্যাপারে ঘোষণা করা হবে বলে অর্থমন্ত্রক সূত্রে খবর ৷
advertisement
5/5
বর্তমান নিয়ম অনুসারে প্রত্যেক মাসে বেতনের ২৪ শতাংশের সমানুপাতিক টাকা জমা পড়ে একজন চাকুরিজীবীর এমপ্লয়িজ প্রফিডেন্ট ফাণ্ডে ৷ এর মধ্যে ১২ শতাংশ দিতে হয় কর্মীকে৷ বাকি ১২ শতাংশ দেয় সংস্থা ৷ ছোট ছোট সংস্থাগুলির ক্ষেত্রে এই মোট ২৪ শতাংশ টাকার দায়িত্ব নিতে চলেছে সরকার ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
চাকুরিজীবীদের জন্য সুখবর, চাকরি থেকে ছাঁটাই রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র