শিথিল হচ্ছে লকডাউন ! আগামিকাল থেকে কী কী থাকবে খোলা আর কী কী থাকবে বন্ধ, দেখে নিন সম্পূর্ণ তালিকা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
দেখে নিন এক নজরে আগামিকাল থেকে লকডাউনের কড়াকড়ি থেকে মুক্ত হচ্ছে কী কী
advertisement
1/14

কেন্দ্রের ঘোষণা মতোই আগামিকাল অর্থাৎ সোমবার কিছু কিছু ক্ষেত্রে শিথিল হচ্ছে লকডাউন ৷ করোনা ঠেকাতে দেশ জুড়ে প্রায় এক মাস ধরে চলছে লকডাউন ৷ থমকে জনজীবন, থমকে অর্থনীতি ৷ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং লকডাউন পরিস্থিতির মধ্যেই অর্থনীতির চাকা ঘোরাতে ঘোরাতে প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ীই কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ম মেনেই শিথিল করা হয়েছে বাধা নিষেধ ৷
advertisement
2/14
কিছু শর্ত মেনেই নন হটস্পট এলাকায় শিথিল করা হচ্ছে নিয়ম৷ সামাজিক দূরত্ব বজায় রেখে চলার শর্তেই তোলা হচ্ছে বাধানিষেধ ৷ দেখে নিন এক নজরে আগামিকাল থেকে লকডাউনের কড়াকড়ি থেকে মুক্ত হচ্ছেন কারা ৷
advertisement
3/14
আগামিকাল থেকে কাজ শুরু করব ই-কর্মাস সংস্থাগুলি ৷ যদিও একটি প্রেস বিবৃতিতে MHA-র তরফে এদিন জানানো হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য নয়, এমন সামগ্রী দেশের কোথাও বিক্রি করতে পারবে না কোনও ই-কমার্স সংস্থা ৷
advertisement
4/14
চিকিৎসা ও স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্তরকম পরিষেবা মিলবে ৷ আয়ুষ সহ সমস্ত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্র খুলে যাবে কাল থেকে৷
advertisement
5/14
সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি শিল্প ও শিল্প প্রতিষ্ঠান ৷ ছাড় দেওয়া হচ্ছে ফুড প্রসেসিং ইউনিট, জুট ইন্ডাস্ট্রি, ওয়েল অ্যান্ড গ্যাস রিফাইনারি, নির্মাণ শিল্পেও।
advertisement
6/14
মাঠে শস্য কাটার কাজেও আর কোনও বাধা থাকছে না কাল থেকে ৷ তবে নিয়ম মেনে সামাজিক দুরত্ব মেনেই চলবে কাজ ৷ রবিশস্য কেটে ঘরে তোলা ও পশু খামার-পশু পালনের কাজও শুরু করা যাবে সোমবার থেকে ৷Photo: News 18 Bangla
advertisement
7/14
একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণা মতোই এবার ১০০ দিনের কাজ শুরু করা যাবে ৷ কিন্তু সেক্ষেত্রেও বেশি জমায়েত না হওয়ার ব্যাপারটিও খেয়াল রাখতে হবে ৷
advertisement
8/14
লকডাউনের মধ্যেও খোলা ছিল ব্যাঙ্ক ও এটিএম ৷ এবার সোমবার থেকে স্বাভাবিকভাবে কাজ শুরু করবে ঋণদানকারী বা আমানতকারী সংস্থাগুলিও।
advertisement
9/14
আন্তরাজ্য ও রাজ্যের ভিতরে অত্যাবশকীয় পণ্য পরিবহন চালু ক্ষেত্রেও থাকছে না বাধা ৷ পণ্য লোডিং আনলোডিংয়েও ছাড় দেওয়া হয়েছে ৷
advertisement
10/14
নদী-পুকুরে সমুদ্রে মাঝ ধরার ক্ষেত্রে কোনও বাধা নেই ৷চা ও কফি ছাড়াও রবার চাষের ক্ষেত্রেও শিথিল হয়েছে নিয়ম ৷
advertisement
11/14
সোমবার অর্থাৎ ২০ তারিখ থেকে খুলে যাচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত দফতর ৷ কর্মীরা অফিসে এসে সামাজিক দূরত্ব মেনেই কাজ করবেন সেখানে ৷
advertisement
12/14
অফিস যাতায়াত, জরুরি কাজ, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জন্য ব্যক্তিগত গাড়ি রাস্তায় বার করা যাবে ৷ তবে উপযুক্ত কারণ ছাড়াই ব্যক্তিগত গাড়ি নিয়ে লকডাউন ভেঙে বেরলে অবশ্যই পুলিশি ঝামেলার সম্মুখীন হতে পারেন ৷
advertisement
13/14
কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল হলেও ৩ মে অবধি দেশ জুড়ে চলবে লকডাউন ৷ এই সময়ের মধ্যে সামাজিক মেলামেশা থেকে যা যা বন্ধ থাকবে দেখে নিন এক নজরে
advertisement
14/14
করোনাকে রুখতে দেশজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের লকডাউন ৷ চলবে ৩ মে পর্যন্ত ৷ এই সময়ের মধ্যে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি--
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
শিথিল হচ্ছে লকডাউন ! আগামিকাল থেকে কী কী থাকবে খোলা আর কী কী থাকবে বন্ধ, দেখে নিন সম্পূর্ণ তালিকা