TRENDING:

শেষ তিন আক্রান্তকেও ছেড়ে দিল ইউহানের হাসপাতাল!‌ শহর এখন করোনা শূন্য

Last Updated:
করোনা সংক্রমণের কেন্দ্র ছিল চিনের এই ইউহান শহর। এখান থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল মারণ ভাইরাস।
advertisement
1/5
শেষ তিন আক্রান্তকেও ছেড়ে দিল ইউহানের হাসপাতাল!‌ শহর এখন করোনা শূন্য
• সেই ইউহান শহরই এখন করোনা শূন্য বলা যায়। শহরের শেষ তিন করোনা আক্রান্তকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিনের প্রশাসন। মধ্য চিনের এই শহরটিতে গণ টেস্টিং করার পর আর নতুন করে ভাইরাস সংক্রমণের খবর মেলেনি। (‌প্রতীকী চিত্র)‌
advertisement
2/5
• চিনের জাতীয় হেলথ কমিশনের দেওয়া তথ্য অনুসারে পাঁচজন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তাঁরা সকলেই বাইরে থেকে এসেছেন। এঁদের মধ্যে চারজন রয়েছে সাংহাই প্রদেশে, একজনের ঠিকানা সিচুয়ান প্রদেশ। (‌প্রতীকী চিত্র)‌
advertisement
3/5
• চিনে সারা দেশ মিলিয়ে উপসর্গহীন ২৯৭ জনকে নজরে রাখার কথা জানিয়েছে সে দেশের জাতীয় হেলথ কমিশন। বৃহস্পতিবার সব মিলিয়ে এখনও পর্যন্ত চিনে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮৩,০২৭–এ। যার মধ্যে ৬৬ জনের এখনও চিকিৎসা চলছে। (‌প্রতীকী চিত্র)‌
advertisement
4/5
• চিনের সরকার পরিচালিত সংবাদমাধ্যম পিপলস ডেইলির খবর, হুবেই প্রদেশের রাজধানী ইউহানের হাসপাতাল থেকে শেষ তিনজন করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়েছে। নতুন করে আক্রান্তের সন্ধান না পাওয়া গেলেও এখনও ইউহানের কোয়ারেন্টিন সেন্টারে রয়েছেন ২৪৫ জন। (‌প্রতীকী চিত্র)‌
advertisement
5/5
• তবে ইউহান শহর এখন করোনা মুক্তির পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। আক্রান্ত, সন্দেহভাজন, উপসর্গহীন, সব তালিকাতেই ইউহানে এখন একজনও নেই। (‌প্রতীকী চিত্র)‌
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
শেষ তিন আক্রান্তকেও ছেড়ে দিল ইউহানের হাসপাতাল!‌ শহর এখন করোনা শূন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল