ইউহান আঁতুড়ঘর নয় করোনা শুরু হয়েছিল বিশ্বজুড়েই, দাবি চিনের
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
বিশ্ব জুড়ে দৈনিক সংক্রমিত হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ, তখন এই নয়া দাবি সামনে আনল চিন।
advertisement
1/7

শুধু চিনেই নয়, গত বছরের বিদায়ী লগ্নে বিশ্বের নানা প্রান্তেই ছড়িয়ে পড়েছিল করোনা। কিন্তু বিশ্বের সামনে প্রথম কেস রিপোর্টটি তুলে ধরে চিন। সমস্ত আশায় জল ঢেলে একদিনে যখন বিশ্ব জুড়ে সংক্রমিত হচ্ছে সাড়ে তিন লক্ষ মানুষ, তখন এই নয়া দাবি সামনে আনল চিন।
advertisement
2/7
প্রথম থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, করোনার আঁতুড়ঘর চিনের ইউহান। সেখানকার বায়োল্যাবেই এই মারণ ভাইরাসের উৎপত্তি। উঠে এসেছে আরও একটি তত্ত্ব, সেখানে বলা হয়েছে ইউহানের অস্বাস্থ্যকর বাজারই করোনার উৎস। তা এসেছে বাদুড় বা প্যাঙ্গোলিনের মাংস থেকে। কিন্তু সেইসব তত্ত্বই খারিজ করে দিচ্ছে চিন।
advertisement
3/7
চিনা বিদেশমন্ত্রী হুয়া চুংইয়াং বলছেন, "করোনার বহু তথ্যই এখনও সামনে আসেনি। আমরা নিশ্চিত, গত বছরের অন্তিম লগ্নে বিশ্বের বহু স্থানে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আমরা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বিশ্বে জানিয়ে দিই।
advertisement
4/7
মার্কিন সেক্রেটারি মাইক পম্পেও টোকিওতে মন্ত্রীগোষ্ঠীর মিটিংয়ে চিনা কমিউনিস্ট পার্টিকে এক হাত নেন মঙ্গলবারই। ভারত, জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র্রে প্রতিনিধিদের উপস্থিতিতেই পম্পেও বলেন, চিন তথ্য চেপে গিয়েছে। এর পাল্টা বার্তা দিতেই মুখ খুলেছেন চুংইয়াং।
advertisement
5/7
হপকিনস করোনা ভাইরাস রিসোর্স সেন্টার বলছে বিশ্ব করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ মিলিয়নের বেশি। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কয়েক লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে দশ লক্ষের বেশি মানুষের। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল এই তিন দেশ করোনা তালিকার শীর্ষে রয়েছে। এই অবস্থায় করোনা তথ্য যাচাই করতে হু চিনে অন্তর্তদন্ত করতে চায়।
advertisement
6/7
বৃহস্পতিবারই জেনেভায় নেওয়া এই সিদ্ধান্তের কথা জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। জানানো হয় চিনে একটি প্রতিনিধিদল পাঠানোর কথাও। এই পরিস্থিতিতেই চিন এই প্রতিক্রিয়া জানাচ্ছে।
advertisement
7/7
চিনের আরও দাবি, ২৩ জানুয়ারি চিন যখন ইউহানে লকডাউন জারি করে তখন ইউহানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র নয়।