করোনা সতর্কতায় ভক্তদের প্রবেশ বন্ধ চাকলার লোকনাথ মন্দিরেও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
প্রচুর ভিড় এড়াতেই এই ব্যবস্থা ৷
advertisement
1/5

মুখমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে করোনা সতর্কতায় রাজ্যের প্রায় সব মন্দিরই আপাতত বন্ধ দর্শনার্থীদের জন্য ৷ বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য বন্ধ হল চাকলার লোকনাথ ধামও ৷
advertisement
2/5
প্রচুর ভিড় এড়াতেই এই ব্যবস্থা ৷ প্রথমে ঠিক ছিল ভক্তদের লাইনে এক মিটার মতো ব্যবধান রাখা হবে ৷ হাত ধুয়েই ঢুকতে হবে মন্দিরে ৷
advertisement
3/5
কিন্তু এরপর সিদ্ধান্ত বদল করে মন্দির কর্তৃপক্ষ ৷ মন্দির কমিটি জানিয়ে দেয়, মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আপাতত বন্ধ থাকবে মন্দির। ভক্তদের ঢুকতে দেওয়া হবে না।
advertisement
4/5
করোনা সতর্কতার জেরে রাজ্যজুড়ে জনগনকে সতর্ক করেও যে সবাই তা মানছেন না ৷ সেটা বিভিন্ন মন্দিরে এ ক’দিন গেলেই বঝা যাচ্ছিল ৷ বৃহস্পতিবার চাকলা ধাম বন্ধ হওয়ার আগেও দেখা গিয়েছে মন্দির চত্ত্বরে প্রচুর ভক্তের ভিড় ৷
advertisement
5/5
তবে মূল মন্দিরে ভক্তেরা প্রবেশ করতে না-পারলেও প্রথা মেনে পূজা-অর্চনা চলবে বলেই এ দিন জানিয়েছে মন্দির কমিটি।