TRENDING:

জনসংখ্যার অনুপাতে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার সর্বনিম্ন, দাবি কেন্দ্রের

Last Updated:
করোনা রোগীদের জন্য কীভাবে দেশের চিকিৎসা পরিকাঠামোক মজবুত করা হয়েছে, সেই তথ্যও এ দিন তুলে ধরেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷
advertisement
1/9
জনসংখ্যার অনুপাতে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার সর্বনিম্ন, দাবি কেন্দ্রের
জনসংখ্যার নিরিখে ভারতে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবথেকে কম৷ মঙ্গলবার এমনই দাবি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ তাদের দাবি, প্রতি দশ লক্ষ জনসংখ্যায় ভারতে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবথেকে কম৷ প্রতীকী ছবি
advertisement
2/9
করোনা পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৬৮ তম রিপোর্টের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি করা হয়, ভারতে প্রতি দশ লক্ষ জনসংখ্যা পিছু করোনা আক্রান্তের ৫০৫.৩৭৷ সেখানে গোটা বিশ্বের গড় আক্রান্তের সংখ্যা ১৪৫৩.২৫৷ প্রতীকী ছবি
advertisement
3/9
চিলিতে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৪৫৯.৮৷ পেরুতে এই হার ৯০৭০.৮৷ প্রতীকী চিত্র
advertisement
4/9
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী আমেরিকা, ব্রাজিল, স্পেন, রাশিয়া, ব্রিটেন, ইতালি এবং মেক্সিকোয় প্রতি দশ লক্ষ জনসংখ্যা পিছু আক্রান্তের হার যথাক্রমে ৮৫৬০.৫, ৭৪১৯.১, ৫৩৫৮.৭, ৪৭১৩.৫, ৪২০৪.৪, ৩৯৯৬.১ এবং ১৯৫৫.৮৷ প্রতীকী চিত্র
advertisement
5/9
স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় মৃত্যুর হারও সর্বনিম্ন৷ স্বাস্থ্যমন্ত্রকের দাবি অনুযায়ী ভারতে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় মৃত্যু হার ১৪.২৭৷ সেখানে গোটা বিশ্বে এই হার ৬৮.২৯৷ প্রতীকী চিত্র
advertisement
6/9
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ব্রিটেনে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় মৃত্যু হার ৬৫১.৪৷ স্পেন(৬০৭.১), ইতালি(৫৭৬.৬), ফ্রান্স(৪৫৬.৭), আমেরিকা(৩৯১.০), পেরু(৩১৫.৮), ব্রাজিল(৩০২.৩) এবং মেক্সিকোর (২৩৫.৫) মতো দেশগুলিতেও এই হার অনেকটাই বেশি৷ প্রতীকী চিত্র (Reuters)
advertisement
7/9
advertisement
8/9
দেশের করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার হারও বাড়ছে বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে৷ এখনও পর্যন্ত দেশে ৪,৩৯,৯৪৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে৷ প্রতীকী চিত্র
advertisement
9/9
করোনা ভাইরাস দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭,১৯,৬৬৫৷ মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ২০,১৬০৷ প্রতীকী চিত্র
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
জনসংখ্যার অনুপাতে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার সর্বনিম্ন, দাবি কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল