Black Fungus Infectious: করোনা না হলেও কী আক্রান্ত হতে পারেন ব্ল্যাক ফাঙ্গাসে? জানালেন চিকিৎসকরা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এ হেন পরিস্থিতিতে অনেকের মনেই একটাই প্রশ্ন করোনা না হলেও কী মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন?
advertisement
1/6

• করোনা ভাইরাসের (COVID19 Second Wave) পর এ বার ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) । নতুন রোগের ভয়ে তটস্থ গোটা ভারতবাসী । বাংলা সহ দেশ জুড়ে ব্ল্যাক ফাঙ্গাস ক্রমাগত প্রকোপ বাড়িয়ে চলেছে। গুজরাত থেকে রাজস্থানে এই রোগের প্রকোপ ক্রমাগত ভয়াবহতা প্রকাশ করতে শুরু করেছে। ইতিমধ্যেই দশটি রাজ্য এর শিকার। সাধারণত যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন তাঁদের দেহেই এই ছত্রাকের প্রকোপ বেশি দেখা যাচ্ছে ।
advertisement
2/6
• এ হেন পরিস্থিতিতে অনেকের মনেই একটাই প্রশ্ন করোনা না হলেও কী মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন? একজন সুস্থ মানুষের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার ভয় কতটা ? এ বিষয়ে আলোকপাত করেছেন বিশেষজ্ঞরা ।
advertisement
3/6
• তাঁরা বলছেন, হ্যাঁ পারেন । একবারও করোনা সংক্রমণ হয়নি এমন ব্যক্তিও এই রোগে আক্রান্ত হতে পারেন । সম্ভাবনা বেশি থাকছে হাই ব্লাড সুগারের রোগীদের ক্ষেত্রে । তাই খুব উচ্চ মাত্রায় ডায়াবেটিস যাঁজের রয়েছে, তাঁরা এখনই সাবধান হয়ে যান, এমনটাই বলছেন নীতি আয়োগ (স্বাস্থ্য)-এর সদস্য ভিকে পাল ।
advertisement
4/6
• পাল জানাচ্ছেন, ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণে ৭০০-৮০০ পর্যন্ত হয়ে যেতে পারে রক্তে চিনির পরিমাণ । চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে ডায়াবেটিক কিটোয়াসাইডোসিস (diabetic ketoacidosi) ।
advertisement
5/6
• এ ছাড়াও কারও নিউমোনিয়া হয়ে থাকলে তাঁর ক্ষেত্রে এই ছত্রাকে আক্রান্ত হওযার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে যায় । তবে বিশেষজ্ঞরা বলছেন, সুস্বাস্থ্যের অধিকারী সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই । অযথা দুশ্চিন্তা করবে না ।
advertisement
6/6
• রবিবার, গতকাল হরিয়ানায় ৩৯৮, গুরুগ্রামে ১৪৭ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন । কেরলে এই পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে এই ছত্রাকের সংক্রমণে । উত্তরাখণ্ডে এই মধ্যেই এই ফাঙ্গাসকে অতিমারী চিহ্নিত করা হয়েছে । মধ্যপ্রদেশের জব্বলপুরে ১জনের শরীরে এই ফাঙ্গাসের নমুনা পাওয়া গিয়েছে ।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Black Fungus Infectious: করোনা না হলেও কী আক্রান্ত হতে পারেন ব্ল্যাক ফাঙ্গাসে? জানালেন চিকিৎসকরা