TRENDING:

মশা থেকে কি ছড়াতে পারে Coronavirus ? জেনে নিন বিশেষজ্ঞদের মত

Last Updated:
সবার মনে এখন একটাই প্রশ্ন, মশা যখন বিভিন্ন ভাইরাসের বাহক ৷ তাহলে SARS-CoV-2 (কোভিড-১৯) ভাইরাসের ‘ক্যারিয়ার’ মশা হতে পারে না তো ?
advertisement
1/5
মশা থেকে কি ছড়াতে পারে Coronavirus ? জেনে নিন বিশেষজ্ঞদের মত
গোটা বিশ্বেই এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনাভাইরাস ৷ মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে হু হু করে ৷ তবে এই সময়টা আরও একটা জিনিস মানুষকে ভাবিয়ে তুলছে, সেটা হল মশাবাহিত বিভিন্ন রোগ ৷ ডেঙ্গু, চিকুনগুনিয়া, পীতজ্বর, জিকার মতো একাধিক রোগে প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যান গোটা বিশ্বে ৷ এই সব ভাইরাস বহন করার ক্ষমতা মশার রয়েছে ৷ এবং মশার মাধ্যমেই এই ভাইরাস ছড়ায় মানবদেহে ৷ Representational Image
advertisement
2/5
সবার মনে এখন একটাই প্রশ্ন, মশা যখন বিভিন্ন ভাইরাসের বাহক ৷ তাহলে SARS-CoV-2 (কোভিড-১৯) ভাইরাসের ‘ক্যারিয়ার’ মশা হতে পারে না তো ? Representational Image
advertisement
3/5
বিশেষজ্ঞদের মতে, মশা নানা ধরনের ভাইরাস বহন করে। নিজের ডিম ফুটিয়ে বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষের রক্ত খায় নারী মশারা। মশার কামড়ের ফলে মানুষের শরীরে ভাইরাস ঢুকে পড়ে। Representational Image
advertisement
4/5
করোনাভাইরাস ছড়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কেউ এলেই ৷ হাঁচি, কাশির মাধ্যমে ৷ এমনকী, হাওয়াতেও এই ভাইরাস ৩-৪ ঘণ্টা বেঁচে থাকে ৷ Representational Image
advertisement
5/5
তবে স্বস্তির খবর একটাই, মশার থেকে যে করোনা ছড়াতে পারে ৷ তার কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নি ৷ এইচআইভি, ইবোলার মতো মারণ ভাইরাসগুলির বাহকও মশা নয় ৷ তাই কোভিড-১৯-এর ভাইরাসও আক্রান্ত ব্যক্তির দেহ থেকে অন্য কারোর দেহে ‘ট্রান্সফার’ করার মতো ক্ষমতা মশার নেই বলেই মত বিশেষজ্ঞদের ৷ Representational Image
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
মশা থেকে কি ছড়াতে পারে Coronavirus ? জেনে নিন বিশেষজ্ঞদের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল