লন্ডন ফেরত জনপ্রিয় বলিউড গায়িকার করোনা পজিটিভ!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
লন্ডন থেকে ফিরে এস বন্ধু-আত্মীদের জন্য পাঁচ তারা হোটেলে পার্টি দেন তিনি!
advertisement
1/6

▪এবার করোনার কোপে বলিউড গায়িকা কনিকা কাপুর৷ কিছুদিন আগেই লন্ডন থেকে ফেরেন তিনি৷ যদিও বিদেশ থেকে ফেরার বিষয়টি তিনি নাকি গোপন করে যান বলে অভিযোগ৷ সদ্য জ্বর, সর্দি-কাশি এবং ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দিতেই তিনি হাসপাতালে যান৷ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে তার৷
advertisement
2/6
▪বেবি ডল বা চিটিয়া কালাইয়া রে-র মত জনপ্রিয় গানগুলি গেয়েছেন এই গায়িকা৷ লন্ডন থেকে ফিরে লখনউয়ের বাড়িতে ছিলেন তিনি৷ বলিউড ইন্ডাস্ট্রিতে তিনিই প্রথম যার করোনা ধরা পড়েছে৷
advertisement
3/6
▪কনিকা বলছেন যে ফ্লু হলে যেমন হয়, ঠিক তেমনই অনুভুতি হচ্ছে তার৷ আলাদা করে করোনা ভাইরাসের জেরে কোন শারীরিক সমস্যা হচ্ছে না৷
advertisement
4/6
▪লন্ডন থেকে ফেরার পর তিনি বিলাশ বহুল একটি ৫ তারা হোটলে পার্টি দেন৷ সেখানে প্রচুর ক্ষমতাবান মানুষে এসেছিলেন৷ সকলের সঙ্গে খুব কাছ থেকে দেখা-সাক্ষাত হয় বলি-গায়িকার৷
advertisement
5/6
▪লখনউ থেকে কানপুরেও যান তিনি৷ সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করেন৷ ১৩-১৪ মার্চ কানপুরে মামার বাড়ি ছিলেন তিনি৷ তার বাবা জানিয়েছেন যে খুব কম করেও ৩৫০-৪০০ মানুষের সংস্পর্ষে এসেছেন তিনি৷ যদিও বিমানবন্দরে তথ্য গোপনের অভিযোগ উড়িয়েছেন তার বাবা৷
advertisement
6/6
▪কনিকার বাবা-মায়ের নমুনা ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে৷ তারা আইসোলেশনেই রয়েছেন৷