TRENDING:

‘৫ অগাস্ট অবধি রোজ পাঁচবার করে পড়ুন হনুমান চালিশা’- করোনা ভাগাতে সাধ্বী প্রজ্ঞার দাওয়াই

Last Updated:
ভাবিজী পাঁপড়ের পর আরেক বিজেপি নেতার করোনা তা়ড়ানোর ‘মহৌষধ’৷
advertisement
1/6
‘৫ অগাস্ট অবধি রোজ পাঁচবার করে হনুমান চালিশা’- করোনা ভাগাতে মত সাধ্বী প্রজ্ঞার
পাঁপড়ের দাওয়াই-র পর এবার হনুমান চলিশা দিয়ে করোনা তাড়ানোর উপায়! বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর শনিবার এই বিশেষ পরামর্শ দিয়েছেন করোনা রোখার পদ্ধতি হিসেবে৷ প্রজ্ঞা ঠাকুর জানিয়েছেন অগাস্টের ৫ তারিখ অবধি রোজ দিনে ৫ বার হনুমান চালিশা পড়তে ৷ করোনা ভাইরাস অতিমারির জেরে সারা পৃথিবী একেবারে মারাত্মক অস্বস্তিতে পড়েছে ৷Photo- File
advertisement
2/6
পাঁপড়ের দাওয়াই-র পর এবার হনুমান চলিশা দিয়ে করোনা তাড়ানোর উপায়! বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর শনিবার এই বিশেষ পরামর্শ দিয়েছেন করোনা রোখার পদ্ধতি হিসেবে৷ প্রজ্ঞা ঠাকুর জানিয়েছেন অগাস্টের ৫ তারিখ অবধি রোজ দিনে ৫ বার হনুমান চালিশা পড়তে ৷ করোনা ভাইরাস অতিমারির জেরে সারা পৃথিবী একেবারে মারাত্মক অস্বস্তিতে পড়েছে ৷Photo- File
advertisement
3/6
ভোপালের সাংসদ জানিয়েছেন, ‘অগাস্টের ৫ তারিখ শ্রীরামের বাড়িতে আলোক প্রজ্জ্বলিত হবে৷ আর রামকে আরতি করতে হবে৷ তার মাধ্যমেই হবে এই অনুষ্ঠান৷ ’
advertisement
4/6
ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি৷ সেখানে তিনি বলেছেন মধ্যপ্রদেশ সরকার যথেষ্ট চেষ্টা করেছেন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে৷ সেখানের ভোপালে অগাস্টের ৪ তারিখ অবধি লকডাউন জারি করা রয়েছে৷
advertisement
5/6
সাধ্বী প্রজ্ঞা জানিয়েছেন, ‘যদিও লকডাউন উঠে যাচ্ছে অগাস্টের ৪ তারিখ কিন্তু হনুমান চালিশা পড়তে হবে ৫ তারিখ অবধি৷ যখন ৫ তারিখ রামের মন্দিরে ভূমিপূজা হবে৷ সেদিন দিওয়ালি উদযাপন হবে৷ ’
advertisement
6/6
তিনি আরও বলেছেন, ‘যখন মানুষ... সারা পৃথিবীর বিভিন্ন দেশের হিন্দুরা হনুমান চালিশা পড়বেন, এটা সত্যিই কাজ করবে, আর করোনা চলে যাবে৷ সারা পৃথিবী করোনা ভাইরাস থেকে মুক্ত হবে৷ এটাই ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা৷ ’
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
‘৫ অগাস্ট অবধি রোজ পাঁচবার করে পড়ুন হনুমান চালিশা’- করোনা ভাগাতে সাধ্বী প্রজ্ঞার দাওয়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল