ভারতে করোনা ছড়াতে ঘৃণ্য চক্রান্ত পাকিস্তানের, নেপাল সীমান্ত দিয়ে লোক ঢোকানোর পরিকল্পনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভারতে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে দিতে ঘৃণ্য ষড়যন্ত্র কষা হচ্ছে পাকিস্তানে৷
advertisement
1/6

ভারতে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে দিতে ঘৃণ্য ষড়যন্ত্র কষা হচ্ছে পাকিস্তানে৷ বিহার পুলিশ ইতিমধ্যেই সেই পরিকল্পনার কথা ফাঁস করেছে৷ PHOTO- FILE
advertisement
2/6
পাক চক্রান্ত অনুযায়ী, করোনা আক্রান্ত বেশ কিছু ভারতীয় এবং পাকিস্তানি মুসলিমকে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকানোর পরিকল্পনা করেছে পাকিস্তান৷ PHOTO- FILE
advertisement
3/6
ভারত নেপাল সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সশস্ত্র সীমা বল বা এসএসবি-র পক্ষ থেকে চিঠি লিখে এই বিষয়ে নেপাল সীমান্ত লাগোয়া চম্পারন জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে ইতিমধ্যেই এ বিষয়ে সতর্ক করা হয়েছে৷ চিঠিতে দাবি করা হয়েছে, এই চক্রান্ত কার্যকর করতে নেপাল থেকে একটি চক্র কাজ করছে৷ PHOTO- FILE
advertisement
4/6
এসএসবি-র চিঠিতে দাবি করা হয়েছে, নেপালের এক বাসিন্দাই করোনা ভাইরাস আক্রান্ত ভারতীয় এবং পাকিস্তানি মুসলিমদের এ দেশে ঢোকানোর চেষ্টা করছে৷ PHOTO- FILE
advertisement
5/6
এই চিঠি পাওয়ার পরই নেপাল সীমান্ত লাগোয়া বিহারের সাতটি জেলার পুলিশ সুপারকে সতর্ক করা হয়েছে৷ সীমান্ত পেরিয়ে কোনওভাবেই যাতে কেউ এ দেশে প্রবেশ করতে না পারে, সেই নির্দেশও দেওয়া হয়েছে৷ PHOTO- FILE
advertisement
6/6
পটনার ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে এসএসবি-র চিঠির সত্যতা স্বীকার করে নিয়ে দাবি করেছেন, নেপালের সঙ্গে প্রতিটি সীমান্তেই পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে৷ এমন কী সমস্ত আন্তঃ জেলা ও আন্তঃ রাজ্য সীমান্ত সিল করা রয়েছে৷ ফলে চেষ্টা করলেও কেউ করোনা ছড়িয়ে দেওয়ার চক্রান্ত কার্যকর করতে পারবে না৷ PHOTO- FILE
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
ভারতে করোনা ছড়াতে ঘৃণ্য চক্রান্ত পাকিস্তানের, নেপাল সীমান্ত দিয়ে লোক ঢোকানোর পরিকল্পনা