TRENDING:

COVID19| ভয়াবহ দুর্ভিক্ষ আসছে করোনা মহামারী থামলেই! সতর্ক করল রাষ্ট্রসঙ্ঘ

Last Updated:
তিনি জানান, বিশ্বে এই মুহূর্তে প্রায় ৮৩ কোটি মানুষ রাতে চরম খিদের জ্বালা নিয়ে ঘুমোতে যায়৷ সাড়ে ১৩ কোটি মানুষ প্রায় খেতেই পাচ্ছে না৷ COVID-19-এর জেরে ২০২০ সালের শেষে আরও ১৩ কোটি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বেন৷ ফলে পৃথিবীর একটা বড় অংশেই মানুষের খিদের জ্বালায় কাতরাবে৷
advertisement
1/7
ভয়াবহ দুর্ভিক্ষ আসছে করোনা মহামারী থামলেই! সতর্ক করল রাষ্ট্রসঙ্ঘ
গোটা বিশ্ব যখন করোনা মাহামারীর সঙ্গে লড়াই করছে, একের পর এক মানুষের মৃ্ত্যু হচ্ছে, তখন আগামী সময়ে আরও ভয়ঙ্কর অবস্থার সতর্কবার্তা দিল রাষ্ট্রসঙ্ঘ৷ এই সতর্কবার্তা করোনা মহামারীর চেয়েও বোধ হয় মর্মান্তিক হতে চলেছে৷
advertisement
2/7
রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, করোনা ভাইরাস মহামারীর শেষ হলেই অপেক্ষা করে রয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ৷ বিশ্বের একটা বড় অংশে শুরু হয়ে গিয়েছে খাদ্যাভাব৷ খুব শীঘ্রই তা দুর্ভিক্ষের আকার নেবে৷ কিছু অঞ্চলে ইতিমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে৷
advertisement
3/7
রাষ্ট্রপুঞ্জ বলছে, অবিলম্বে পদক্ষেপ না করলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখবে বিশ্ববাসী৷ বহু মানুষ না খেতে পেয়ে মারা যাবে৷ রাষ্ট্রসঙ্ঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম-এর এগজিকিউটিভ ডিরেক্টর ডেভিড বিসলের কথায়, 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখনও পর্যন্ত মানব সভ্যতা সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন ২০২০ সালেই৷ সিরিয়া, ইয়েমেন সহ একাধিক দেশে যুদ্ধ, আফ্রিকায় পঙ্গপালের হানা, লেবানন, কঙ্গো, সুদান ও ইথিয়োপিয়ায় একের পর এক প্রাকৃতি দুর্যোগ ও অর্থনৈতিক মন্দা-- তার সঙ্গে করোনা মহামারী-- দুর্ভিক্ষের মুখে ঠেলে দিল৷'
advertisement
4/7
তিনি জানান, বিশ্বে এই মুহূর্তে প্রায় ৮৩ কোটি মানুষ রাতে চরম খিদের জ্বালা নিয়ে ঘুমোতে যায়৷ সাড়ে ১৩ কোটি মানুষ প্রায় খেতেই পাচ্ছে না৷ COVID-19-এর জেরে ২০২০ সালের শেষে আরও ১৩ কোটি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বেন৷ ফলে পৃথিবীর একটা বড় অংশেই মানুষের খিদের জ্বালায় কাতরাবে৷
advertisement
5/7
বিসলে আরও জানান, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে ১০০ মিলিয়ন মানুষের কাছে খাবার পৌঁছচ্ছে৷ ৩০ মিলিয়ন মানুষ তো এই প্রকল্পের উপরেই বেঁচে আছেন৷
advertisement
6/7
প্রসঙ্গেত, বিসলেও কয়েক দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন৷ তিনি আপাতত সুস্থতার পথে৷ তিনি বলছেন, 'রাষ্ট্রসঙ্ঘের বিশ্লেষণ বলছে, যদি ওই ৩০ মিলিয়ন মামনুষ খাবার না পান, তা হলে আগামী ৩ মাসে প্রতিদিন বিশ্বে গড়ে ৩ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যাবে৷'
advertisement
7/7
২০১৯ খাদ্য সঙ্কটের তালিকায় রাষ্ট্রসঙ্গের সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, ইয়েমেন, কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, ইথিয়োপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, সুদান, নাইজেরিয়া ও হাইতি৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
COVID19| ভয়াবহ দুর্ভিক্ষ আসছে করোনা মহামারী থামলেই! সতর্ক করল রাষ্ট্রসঙ্ঘ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল