TRENDING:

সোমবার থেকেই কোটি কোটি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠাবে কেন্দ্র, তবে তোলার জন্য রয়েছে বিশেষ নিয়ম

Last Updated:
Pradhan Mantri Garib Kalyan Package আওতাভুক্ত এই টাকার দ্বিতীয় কিস্তি জমা পড়বে ৪ মে অর্থাৎ সোমবার ৷
advertisement
1/6
সোমবার থেকেই কোটি কোটি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠাবে কেন্দ্র
করোনাভাইরাসের মোকাবিলায় দেশবাসীকে সাহায্যে ইতিমধ্যেই ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র ৷ যার মধ্যে অন্যতম মহিলাদের জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের তিন মাস ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা ৷ Pradhan Mantri Garib Kalyan Package আওতাভুক্ত এই টাকার দ্বিতীয় কিস্তি জমা পড়বে ৪ মে অর্থাৎ সোমবার ৷
advertisement
2/6
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় তিন মাসের প্রথম কিস্তির টাকা আসা শুরু হয়েছিল ৩ এপ্রিল ৷ এবার দ্বিতীয় কিস্তির পালা ৷ পাঁচদিন ধরে অ্যাকাউন্ট নম্বর অনুযায়ী ট্রান্সফার হবে টাকা ৷
advertisement
3/6
এপ্রিল মাসে ২০.৫ কোটি মহিলার জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা করে জমা করেছে কেন্দ্র ৷
advertisement
4/6
এই টাকা পড়ার সঙ্গেই সঙ্গেই বিভিন্ন ব্যাঙ্কে ভিড় করতে পারেন গ্রাহকরা ৷ তার জন্য আগেভাগেই পরিকল্পনা সেরে রাখা হয়েছে ৷ একসঙ্গে নয় গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা অনুযায়ী ৪ মে থেকে ১১ মে-এর মধ্যে টাকা পৌঁছে যাবে ৷
advertisement
5/6
সারা দেশে তালিকা অনুযায়ী, যে সমস্ত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ০ বা ১ তাঁরা ৪ মে অর্থাৎ সোমবার. প্রথম দিনই টাকা তুলতে পারবেন ৷ শেষ সংখ্যা ২ বা ৩ হলে তোলা যাবে ৫ মে ৷ ৪ কিংবা ৫ যদি অ্যাকাউন্টের শেষ নম্বর হয় তাহলে টাকা তোলা যাবে ৬ মে ৷ একইভাবে ৬ এবং ৭ অ্যাকাউন্ট ধারকদের টাকা জমা পড়বে ৮ মে ৷ বাকিরা টাকা পাবে ১১ মে ৷
advertisement
6/6
শুধু ব্যাঙ্ক থেকেই নয়, এটিএম, মোবাইল এটিএম, মোবাইলের অ্যাপস-এর মাধ্যমেও তোলা যাবে টাকা ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
সোমবার থেকেই কোটি কোটি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠাবে কেন্দ্র, তবে তোলার জন্য রয়েছে বিশেষ নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল