Coronavirus: করোনাকে খতম করতে উকুন মারার ওষুধ! সবচেয়ে দ্রুত করছে কাজ, চাঞ্চল্যকর দাবি অস্ট্রেলিয়ান গবেষকদের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
উকুনের যম খতম করবে করোনাকেও ৷ আশা দেখাচ্ছে নতুন গবেষণা ৷
advertisement
1/5

হাইড্রক্সিক্লোরোকুইনের চেয়েও নাকি দ্রুত গতিতে করছে কাজ ৷ করোনাকে রুখতে এবার ব্যবহার করা হচ্ছে উকুন মারার ওষুধ ৷ তাতেই সাফল্য৷ মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই নিকেশ করোনা ভাইরাস ৷ এমনই চাঞ্চল্যকর দাবি অস্ট্রেলিয়ার গবেষকদের ৷
advertisement
2/5
করোনা ভাইরাসকে ঠেকাতে দুনিয়া জুড়ে গবেষকরা ব্যস্ত প্রতিষেধক আবিষ্কারের কাজে ৷ আশার আলো দেখালেও এখনও স্বীকৃত কোনও করোনার প্রতিষেধক বাজারে আসেনি ৷ এর মাঝেই অস্ট্রেলিয়ান গবেষক দলের দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ মানুষের মাথা থেকে উকুন দূর করার ওষুধেই নাকি মিলছে করোনা থেকে মুক্তি ৷
advertisement
3/5
আইভারমেক্টিন, অ্যান্টি প্যারাসিটিক এই ওষুধই, মোনাশ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ান গবেষক দল ব্যবহার করেছেন ৷ তাদের দাবি, এই উকুন মারার ওষুধ করোনা ভাইরাসের উপর মারাত্মক প্রভাব ফেলতে সক্ষম ৷
advertisement
4/5
আইভারমেক্টিন, অ্যান্টি প্যারাসিটিক এই ড্রাগের হাই ডোজ ব্যবহারে করোনা ভাইরাসের বৃদ্ধি আটকানো যেতে পারে বলে দাবি গবেষকদের ৷ তবে মানুষের শরীরে কতটা ডোজ ব্যবহার কার্যকর হবে সে নিয়ে এখনও বেশ কয়েক ধাপ পরীক্ষার প্রয়োজন বলে জানা গিয়েছে ৷
advertisement
5/5
ভারতে এখনও পর্যন্ত ম্যালেরিয়ার ওষুধ প্রয়োগ কার্যকরী হয়েছে ৷ প্রতিষেধক আবিষ্কারে এখনও বেশ কিছুটা সময়ের প্রয়োজন ৷ গবেষকদের দাবি অনুযায়ী, এর মাঝে করোনার বৃদ্ধি ঠেকাতে হাইড্রক্সিক্লোরোকুইনের চেয়ে কার্যকর হতে পারে আইভারমেক্টিন ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকায় রয়েছে আইভারমেক্টিন ৷ এই অতিমারি ঠেকাতে একে হাতেনাতে কাজে লাগানো যায় কিনা এখন সেটাই দেখার ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Coronavirus: করোনাকে খতম করতে উকুন মারার ওষুধ! সবচেয়ে দ্রুত করছে কাজ, চাঞ্চল্যকর দাবি অস্ট্রেলিয়ান গবেষকদের