করোনা আক্রান্ত উসেইন বোল্ট, এলাহি বার্থডে পার্টির পরেই রিপোর্ট পজিটিভ
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বোল্টের ওই পার্টি করার দিন কয়েকের মধ্যেই শরীরে করোনা ভাইরাস ধরা পড়ল৷ জামাইকা-র একটি রেডিও স্টেশন জানিয়েছে, বোল্ট সেল্ফ-আইসোলেশনে রয়েছেন৷
advertisement
1/6

এ বার করোনা ভাইরাস আক্রান্ত হলেন বিখ্যাত অ্যাথলিট উসেইন বোল্ট৷ ৮ বারের অলিম্পিক সোনার মেডেলজয়ী বোল্টের COVID-19 উপসর্গ দেখা দেওয়ায় তাঁর নমুনা পরীক্ষা করা হয়৷ তাতেই করোনা পজিটিভ৷
advertisement
2/6
সম্প্রতি ৩৪তম জন্মদিনে বন্ধুদের জন্য বড় করে পার্টি করেন বোল্ট৷ সেই পার্টিতে ব্রিটিশ ফুটবলার রাহিম স্টেরলিংও ছিলেন৷
advertisement
3/6
বোল্টের ওই পার্টি করার দিন কয়েকের মধ্যেই শরীরে করোনা ভাইরাস ধরা পড়ল৷ জামাইকো-র একটি রেডিও স্টেশন জানিয়েছে, বোল্ট সেল্ফ-আইসোলেশনে রয়েছেন৷
advertisement
4/6
গত ২১ অগাস্ট ছিল বোল্টের জন্মদিন৷ ওই দিন সারপ্রাইজ পার্টি দেন বোল্ট৷ রাতভর চলে সেই পার্টি৷
advertisement
5/6
বিশ্বের তাবড় তারকারা সেই পার্টিতে ছিলেন৷ ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকা ক্রিস গেইলও৷ সোশ্যাল মিডিয়ায় ওই পার্টিতে সবার নাচই ভাইরাল হয়েছে৷
advertisement
6/6
বিশ্বের তারকা ক্রীড়াবিদদের মধ্যে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন টেনিস তারকা নোভাক জকোভিচ৷