দুহাত খুলে ‘বাদশা’র সিগনেচার পোস্ট, তাতেই লুকিয়ে করোনার স্বাস্থ্যবিধি! শাহরুখের ছবি নিয়ে সচেতনতা প্রসার অসম পুলিশের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
বাজিগরের টোনে অসম পুলিশের বার্তা, ‘কভি কভি পাস আনে কে লিয়ে কুছ দূর জানা পড়তা হ্যায়, অউর দূর জাকর পাস আনে ওয়ালো কো বাজিগর ক্যাহেতে হ্যায়।’
advertisement
1/4

মাত্র ছ’ফুটের দূরত্ব। এটুকু মেনে চললে আপনিও বাজিগর। করোনা সচেতনতায় শাহরুখের সিগনেচার পোজ ধার করে ট্যুইট করল অসম পুলিশ। সঙ্গে কিং খানের বাজিগর ছবির জনপ্রিয় ডায়লগের অনুকরণ।
advertisement
2/4
প্রায় সাতাশ বছর আগে সিলভার স্ক্রিনে এই ডায়লগেই বাজিমাত করেন বাজিগর শাহরুখ খান। করোনা সচেতনতায় এবার শাহরুখের এই ডায়লগকেই কাজে লাগাল অসম পুলিশ। বাজিগরের টোনে অসম পুলিশের বার্তা, ‘কভি কভি পাস আনে কে লিয়ে কুছ দূর জানা পড়তা হ্যায়, অউর দূর জাকর পাস আনে ওয়ালো কো বাজিগর ক্যাহেতে হ্যায়।’
advertisement
3/4
শুধু ডায়লগই নয়, কিং খানের সিগনেচার পোজও করোনা যুদ্ধে অসম পুলিশের প্রচারে। সেই চেনা ভঙ্গি। এক পা একটু বেকিয়ে, দু’হাত দু’দিকে ছড়ানো। এই পোজেই বছরের পর বছর ধরে ঝড় তুলছেন বলিউডের বেতাজ বাদশা। ব্যাকগ্রাউন্ডে কখনও সর্ষে খেত, কখনও আবার বিদেশের আকাশছোঁয়া বহুতল। শাহরুখের এই স্টাইল বরাবরই জনপ্রিয়। সেই জনপ্রিয়তাই অস্ত্র জোগালো অসম পুলিশকে।
advertisement
4/4
করোনার বিরুদ্ধে জিততেই হবে। প্রত্যেককে হতে হবে বাজিগর। চাই ছ’ফুটের দূরত্ব। তাহলেই বাজিগরের মতো বাজিমাত করবেন সকলে।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
দুহাত খুলে ‘বাদশা’র সিগনেচার পোস্ট, তাতেই লুকিয়ে করোনার স্বাস্থ্যবিধি! শাহরুখের ছবি নিয়ে সচেতনতা প্রসার অসম পুলিশের